হার্দিকের নেতৃত্বে খেললে রোহিতের সম্মান কমবে না!

মুম্বাই ম্যানেজমেন্ট এবার সিদ্ধান্ত নেয় রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়া হবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না মুম্বাই ইন্ডিয়ান্সের শিবিরের। রোহিত শর্মার পরিবর্তে মুম্বাইয়ের অধিনায়কত্বের ভার দেয়া হয় হার্দিক পান্ডিয়ার উপর। আর সেখানেই যত আলোচনা- সমালোচনা ঘুরপাক খাচ্ছে। ভারতের সাবেক ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু এ বিষয়ে মন্তব্য করে বিষয়টিকে আবার সামনে নিয়ে আসেন।

এ মৌসুমে গুজরাট টাইটান্স থেকে মুম্বাই ইন্ডিয়ান্সে আগমন ঘটে হার্দিক পান্ডিয়ার। আর মুম্বাই ম্যানেজমেন্ট এবার সিদ্ধান্ত নেয়, অধিনায়কত্ব ইস্যুতে ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে। তা, রোহিত শর্মার পরিবর্তে হার্দিক পান্ডিয়াকে করা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক।

যার ফলে মুম্বাই ভক্তদের মাঝে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়। বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞও এই বিষয়ে কথা বলেন। সর্বশেষ মন্তব্যটি আসে খেলোয়াড় থেকে রাজনীতিতে প্রবেশ করা নভজ্যোৎ সিং সিধুর কাছ থেকে।

সিধু বলেন, ‘আমি এমন একটি ভারতীয় দলে খেলেছি যেখানে একসঙ্গে পাঁচজন অধিনায়ক খেলতেন। কপিল দেব, দিলীপ ভেঙসরকার, সুনীল গাভাস্কার, কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং রবি শাস্ত্রী। সে সময় আপনি একটি ইট তুললে তার উপরে এবং নিচে অধিনায়ক পাবেন। সেখানে কোনো সমস্যা ছিল না, কারণ তার দেশের জন্য খেলেছিল। দেশের জন্য খেলার উৎসাহ ছিল সবার মাঝে। তাই হার্দিকের নেতৃত্বে খেলার ফলে কখনোই রোহিতের সম্মানহানি হবে না।’

আশ্চর্যজনকভাবে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দুটি দল, চেন্নাই সুপার কিংস আর মুম্বাই ইন্ডিয়ান্স, উভয়ই এবারের আসরে তাঁদের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে। মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের নেতৃত্বের ভার রুতুরাজ গাইকোয়াড়ের হাতে তুলে দেন। তবে এবারের আসরে চেন্নাই তাঁদের দুটি ম্যাচই জিতেছে। তবে প্রথম ম্যাচেই হোঁচট খায় মুম্বাই।

নেতৃত্ব নিয়ে সিধু আরো বলেন, ‘মুম্বাই সর্বশেষ ২০২০ সালে আইপিএল শিরোপার স্বাদ পায়। রোহিতের নেতৃত্বে গত তিন মৌসুমে কোনো সাফল্য আসেনি। তাই তারা এই কাজের জন্য এখন নতুন নেতৃত্ব খুঁজে নিয়েছে।’

সিধুর মতে, রোহিত এবং ধোনি উভয়েই মহান খেলোয়াড়। তিনি বলেন, ‘পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকলেও একজন বামন চিরকালই বামনই থেকে যায়। আবার গভীর কূপের নীচে দাঁড়িয়ে থাকলেও একজন ঈশ্বর, ঈশ্বরই থাকবেন।’

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...