রাহুল দ্রাবিড়ের সাথে এখনও চুক্তিই হয়নি বিসিসিআইয়ের!

দ্রাবিড় যে আবার নতুন মেয়াদে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তা জানা যায়, বিশ্বকাপ শেষ হওয়ার কিছু দিন বাদেই। যদিও এখন পর্যন্ত সেই নতুন মেয়াদের সময়কাল জানা যায়নি। তবে বিসিসি সচিব জয় শাহ জানিয়েছেন, দ্রাবিড়ের মেয়াদ কত দিনের জন্য বৃদ্ধি করা হবে সেটা ঠিক করা হবে দক্ষিণ আফ্রিকা সফরের পর।

বিশ্বকাপ পর্যন্তই রাহুল দ্রাবিড়ের সাথে চুক্তি ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)। তবে দ্রাবিড় যে আবার নতুন মেয়াদে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তা জানা যায়, বিশ্বকাপ শেষ হওয়ার কিছু দিন বাদেই। যদিও এখন পর্যন্ত সেই নতুন মেয়াদের সময়কাল জানা যায়নি। তবে বিসিসি সচিব জয় শাহ জানিয়েছেন, দ্রাবিড়ের মেয়াদ কত দিনের জন্য বৃদ্ধি করা হবে সেটা ঠিক করা হবে দক্ষিণ আফ্রিকা সফরের পর।

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। আর সেই সিরিজে বিশ্রাম নিয়েছিলেন দ্রাবিড়। সেই সময় দায়িত্ব সামলেছিলেন ভিভিএস লক্ষ্মণ। যদিও দক্ষিণ আফ্রিকা সফর দিয়েই আবারো পুরনো দায়িত্বে ফিরছেন দ্রাবিড়।

আর এ সিরিজের আগে রাহুলের সাথে বিসিসিআই-এর নতুন চুক্তির ব্যাপারে জয় শাহ বলেন, ‘আমরা দ্রাবিড়ের সাথে চুক্তির মেয়াদ বাড়িয়েছি। কিন্তু সেটা কত দিনের জন্য করা হবে তা এখনও ঠিক হয়নি। বিশ্বকাপের পর এত আলোচনা করার সময় পাওয়া যায়নি। দ্রাবিড়দের সঙ্গে আমার কথা হয়েছে। ওরা সবাই নতুন চুক্তিতে রাজি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আসার পর ঠিক করা হবে কত দিনের জন্য কোচ রাখা হবে দ্রাবিড়দের।’

রবিবার ডারবানে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত। রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়া না থাকায় দলকে নেতৃত্ব দিবেন সুরিয়াকুমার যাদব। আর ওয়ানডেতে ভারতের অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। অবশ্য রোহিত ও বিরাট এই সিরিজে না থাকলেও তাঁরা দুজনই টেস্ট সিরিজে থাকবেন। প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু ২৬ ডিসেম্বর থেকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...