হাই-ভোল্টেজ লড়াইয়ে বৃষ্টির শঙ্কা

মাঠের বাইরে চলছে দুই বোর্ডের তুমুল লড়াই। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে না খেলার ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ২০২৩ বিশ্বকাপের জন্য ভারত সফরে না যাওয়া এমনকি ভবিষ্যতে ভারতের বিপক্ষে সব ম্যাচ বয়কটের হুমকি।

এমন সব লড়াইয়ের ও শঙ্কার মাঝেই ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলো আগামীকাল রোববার ২০২২ টি -টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত বনাম পাকিস্তানের লড়াই উপভোগ করার জন্য। কিন্তু অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর এবার ক্রিকেটপ্রেমীদের জন্য মন খারাপ করা এক খবর নিয়ে হাজির। বৃষ্টি হওয়ার সর্বোচ্চ সম্ভবনা আছে আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে এমনকি বৃষ্টির বেগ এতই বেশি হতে পারে যে সম্পূর্ণ ম্যাচকেই ভাসিয়ে নিতে পারে।  

অস্ট্রেলিয়ান আবহাওয়া অধিদপ্তরের এক  আবহাওয়া বার্তায় বলা হয় , ‘আগামী ২৩ অক্টোবর সারাদেশ মেঘলা থাকবে। এইদিন শতকরা ৯৫ ভাগ বৃষ্টির সম্ভবনা রয়েছে।  দুপুর ও বিকেলে বৃষ্টির সম্ভবনা অত্যাধিক। সন্ধ্যাকালীন সময়ে ঘন্টায় ১৫ থেকে ২৫ কিলোমিটার বেগে দক্ষিণ-পূর্ব অভিমুখী বাতাস বয়ে যেতে পারে।’

আগামী রোববার ৪ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  ভারত ও পাকিস্তানের ম্যাচ বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে শুরু হওয়ার কথা যা কিনা অস্ট্রেলিয়ার মেলবোর্নের স্থানীয় সময় সন্ধ্যা সাতটা। এই সময়েই বৃষ্টির সম্ভবনা সবচেয়ে বেশি দেখানো হয়েছে। আর বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া আর কোনো ম্যাচের জন্যই রিজার্ভ ডে এর ব্যবস্থা রাখা হয়নি। 

ভারত ও পাকিস্তানের দুই দেশের ক্রিকেট বোর্ডের বর্তমান সংকটের যদি সুরাহা না হয় তবে ভবিষ্যতে এই হাই-ভোল্টেজ ম্যাচ দেখার সম্ভবনা খুব কমই বলা যায়। তাই ক্রিকেটপ্রেমীদের একটাই প্রার্থনা বৃষ্টির কারণে যাতে টুর্নামেন্টের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ মিস না হয়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link