টেস্ট দলে জয়-রাজার চমক

‘তাসকিন ও শরিফুলের ইনজুরি নিয়ে চিন্তা থাকায় আমাদের পেস বোলিং অপশনকে আরও বেশি উন্মুক্ত রাখার দরকার ছিলো। সে জন্য আমরা রাজাকে ডেকেছি। আমরা প্রথম শ্রেনীর ক্রিকেট প্রতিযোগিতায় তার পারফরম্যান্স নজরে রাখছিলাম।

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষনা করেছে বাংলাদেশ। এর মধ্যে যুব বিশ্বকাপ জিতে আসা ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় বাংলাদেশের ক্রিকেটে পরিচিত নাম। কিন্তু একেবারেই চমক হয়ে এসেছেন পেস বোলার রেজাউর রহমান রাজা।

প্রথম শ্রেনীর ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন সিলেটের ফাস্ট বোলার রাজা। সর্বশেষ ৩টি প্রথম শ্রেনীর ম্যাচে তিনি একবার ৫ উইকেটসহ ১২ উইকেট তুলে নিয়েছেন। ২০১৯ সালে প্রথম শ্রেনীর ক্রিকেটে যাত্রা শুরু করা রাজা ১০টি ম্যাচে ৩৩ উইকেট নিয়ে ঘরোয়া ক্রিকেটে নিজেকে আসলেই চিনিয়েছেন।

রাজাকে দলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘তাসকিন ও শরিফুলের ইনজুরি নিয়ে চিন্তা থাকায় আমাদের পেস বোলিং অপশনকে আরও বেশি উন্মুক্ত রাখার দরকার ছিলো। সে জন্য আমরা রাজাকে ডেকেছি। আমরা প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতায় তার পারফরম্যান্স নজরে রাখছিলাম। সে খুবই শক্তিশালী এবং এনার্জিটিক ছেলে। তার উইকেট নেওয়ার দারুণ একটা প্রবণতা আছে।’

রাজা ছাড়া টেস্ট দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক যুব ক্রিকেটার জয়। জয়ের দলে ঢোকা নিয়ে প্রধাণ নির্বাচক বলছিলেণ, ‘মাহমুদুল হাসান জয়কে নিয়ে এখনই কিছু বলাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তবে জয় বড় দৈর্ঘের ক্রিকেটে নিজের টেম্পারামেন্টটা দেখাতে পেরেছে। সে খুব ভালো ফর্মে আছে।’

সবমিলিয়ে নান্নু মনে করেন, এই দলটা খুব ভালো ভারসাম্যপূর্ন একটা দল হয়েছে। দলে সিনিয়র খেলোয়াড়দের বেশ উপস্থিতি আছে। সেটা বলে নান্নু বলছিলেন, ‘এই দলে বেশ ভালো অভিজ্ঞতা আছে। আপনি মুমিনুল, মুশফিকুর, সাকিব, তাইজুল ও মিরাজকে বিবেচনায় নিলে, তারা সবাই দলে আছে। আমরা সবাই সাকিবকে খেলতে দেখতে চাই। তবে বড় ব্যাপার হলো, সবাই ধারাবাহিক পারফরম করলে, এই খেলোয়াড়রা পার্থক্য গড়ে দিতে পারে।’

জানিয়ে রাখা ভাল, ২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে চার ডিসেম্বর, মিরপুরে। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

  • প্রথম টেস্টের বাংলাদেশ দল

মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী রাহি, ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট হওয়া সাপেক্ষে খেলবেন সাকিব)

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...