চাপমুক্ত হয়েই ফিরতে হবে বাবরকে

অজি দূর্গে দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে জিততে হলে স্ট্র্যাটেজিগত পরিবর্তন আনতে হবে। 

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে চারদিনের মাঝেই আত্মসমর্পণ করেছে পাকিস্তান। এ নিয়ে ১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় খেলা ১৫ টি টেস্টেই সবকটিতেই হারের স্বাক্ষী হতে হলো পাকিস্তানকে। অজি দূর্গে দলের এমন বাজে পারফরম্যান্স নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে জিততে হলে স্ট্র্যাটেজিগত পরিবর্তন আনতে হবে।

নিজের ইউটিউব চ্যানেলে এ ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘কন্ডিশন অনুযায়ী নিজেদের শক্তিমত্তাকে আরো ফুটিতে তুলতে হবে। তবেই জয় আসবে। শান মাসুদের জন্য এটা খুব কঠিন সিরিজ হতে যাচ্ছে। তবে তাঁকে আগে ব্যাটিংয়ে ভাল করতে হবে। এরপরই সে নেতৃত্বে জোরালো ভূমিকা রাখতে পারবে।’

অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর পর শুধু ব্যাটার হিসেবে খেলতে নেমে রান পাননি বাবর আজম। পার্থ টেস্টের দুই ইনিংস মিলিয়ে নিজের নামের পাশে মোটে যোগ করতে পেরেছেন ৩৫ রান। এ ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে বলেন, ‘ওর কাঁধে এখন নেতৃত্ব নেই। এই চাপটাও নেই। তাই ব্যাটিং করার সময় সেই চাপমুক্ত হয়েই খেলা উচিৎ। সে যতটা চাপমুক্ত থাকবে, ততই সাবলীল ব্যাটিং করতে পারবে।’

পার্থের উইকেট পেসারদের জন্য সহায়ক হলেও পিচ থেকে তেমন সুবিধা আদায় করতে পারেননি শাহীন শাহ আফ্রিদি। আর এতেই এ পেসারের প্রতি কিছুটা হতাশা জানিয়ে রমিজ রাজা বলেন, ‘এই সব পিচে তাঁকে জ্বলে উঠতে। আরো আগ্রাসী রূপ ধারণ করতে হবে। কারণ পেসার হিসেবে এখানে বলার মতো কিছু করতে না পারলে দলেরও তেমন সাফল্য ধরা দিবে না।’

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলছেন সরফরাজ আহমেদ। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারও তিনিই। তবে পাকিস্তানের এ উইকেটরক্ষক ব্যাটার অজি পেসারদের কতটা সামলাতে পারবেন তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রমিজ রাজা। এ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় না সে এই পেসারদের বিপক্ষে সেভাবে খেলতে পারবে। অজি কন্ডিশনে শুধু উইকেটকিপিং করলে চলবে না, ব্যাটিংও করতে হবে। রিজওয়ান পেসারদের বিপক্ষে সাবলীল। এই সিরিজে সে-ই ভাল হতো।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...