ব্যাকুল এমবাপ্পে, বিচলিত রিয়াল

ক্লাব ছাড়ার কথা ভাবছেন এমবাপ্পে এমন খবরও শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এমবাপ্পেকে পেতে এক বিলিয়ন পাউন্ড খরচ করতে পারেন রিয়াল এমন খবরই প্রকাশ হচ্ছে গত কিছুদিন ধরে।

রিয়াল মাদ্রিদ তাঁর স্বপ্নের ক্লাব। অন্তত দুইবার রিয়াল মাদ্রিদে যোগ দেবার কাছাকাছি গিয়েও রিয়ালে যোদ দেননি কিলিয়ান এমবাপ্পে। গত গ্রীষ্মকালীন দলবদলে রিয়ালের সাথে সব রকম কথাবার্তা আগানোর পর প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) সাথে চুক্তি নবায়ন করেন এমবাপ্পে।

এমবাপ্পের এমন কান্ডে তার প্রতি আর আগ্রহ দেখাবে না রিয়াল এমনটাই ধরে নিয়েছিল সবাই। কিন্তু আবারো এমবাপ্পেকে পেতে কৌশল সাজাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। এমবাপ্পেকে ধরে রাখতে গত গ্রীষ্মকালীন দলবদলে এক লোভনীয় চুক্তি প্রস্তাব করেছিল পিএসজি ম্যানেজমেন্ট। সে চুক্তি স্বাক্ষরের পর পিএসজি ম্যানেজমেন্টের অংশ বনে গিয়েছিলেন এমবাপ্পে।

কিন্তু কয়েক মাস যেতে না যেতেই পিএসজিতে নিজের ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েছেন এমবাপ্পে। ক্লাব ছাড়ার কথা ভাবছেন এমবাপ্পে এমন খবরও শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এমবাপ্পেকে পেতে এক বিলিয়ন পাউন্ড খরচ করতে পারেন রিয়াল এমন খবরই প্রকাশ হচ্ছে গত কিছুদিন ধরে।

এই এক বিলিয়ন পাউন্ডের বেশির ভাগই পাবেন এমবাপ্পে। তবে এমন বড় বিনিয়োগের আগে রিয়াল মাদ্রিদকে নিজেদের সামগ্রিক ব্যবসা নিয়ে ভাবতে হচ্ছে। ৩৭ বছর বয়সী মিডফিল্ডার লুকা মদ্রিচের বদলি গত মৌসুম থেকেই খুঁজছে রিয়াল। ক্যারিয়ারের পড়তির দিকে থাকা লুকা মদ্রিচের জায়গায় তরুণ কাউকে প্রস্তত রাখতে চাইছে রিয়াল।

বরুশিয়া ডর্টমুন্ড মিডফিল্ডার জুড বেলিংহাম আর বেনফিকার আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে কোনো একজন বা সম্ভব হলে দুইজনকেই এই দলবদলে পেতে চায় রিয়াল। দুইজনই আবার নজরে আছে লিভারপুলের। দুই উদীয়মান মিডফিল্ডারকে পেতে তাই ইংলিশ ক্লাবটির সাথে পাল্লা দিতে হচ্ছে রিয়ালকে। রিয়াল ম্যানেজমেন্ট মনে করছে দুইজনের একজনকে পেতে হলেও প্রায় ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি খরচ করতে হবে তাদের।

বিখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম স্পোর্টস এর মতে, রিয়ালকে দুইটি বিষয়ের মধ্যে যেকোনো একটি বেছে নিতে হবে রিয়ালকে। এমবাপ্পেকে পেতে কাজ শুরু করা অথবা ট্রান্সজিশন এর সময় থেকে উত্তরণের জন্য তরুণ মিডফিল্ডারের দিকে আগানোর মধ্যে কোনটি বেছে নেয় রিয়াল সেটিই এখন দেখার বিষয়।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তার মেয়াদ কালের প্রথম দিকে ‘গ্যালাকটিকো’ বা বড় সাইনিং এর দিকেই বেশি মনযোগী ছিলেন। কিন্তু নিজের দ্বিতীয় মেয়াদে খেলোয়াড় ক্রয়ে আরো কৌশলি হয়েছেন পেরেজ।

গত মৌসুমেই এমবাপ্পের জন্য উঠে পড়ে লেগেছিল রিয়াল। কিন্তু ভিনিসিয়াস জুনিয়র রিয়ালের জার্সিতে জ্বলে ওঠা শুরুও করেছেন গত মৌসুম থেকে। তাই এমবাপ্পেকে রিয়ালে আনতে হলে ভিনিসিয়াস আর বেঞ্জেমার সাথে এমবাপ্পেকে একই সাথে আক্রমণ ভাগে খেলাবে রিয়াল সেটি নিয়েও ভাবতে হচ্ছে।

আবার পিএসজিতে থাকাটাও এই মুহূর্তে সহজ নয় এমবাপ্পের। কারণ, বিশ্বকাপ জিতে আসা লিওনেল মেসির দিকেই এখন ক্লাবটির সকল নজর। আবার এমবাপ্পে নাকি প্যারিসের ক্লাবটিকে এক গাদা শর্ত বেঁধে দিয়েছেন। ফলে, কোন দিকে যাচ্ছে এমবাপ্পের ভাগ্য সেটা ঝুলে আছে সময়ের হাতে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...