সেঞ্চুরি না থাকলেও ফর্মেই আছেন সাকিব

২০১৯ সালের পর থেকে সাকিব সেঞ্চুরি না পেলেও অফ ফর্মে আছেন সেটা বলার সুযোগ নেই। গত কয়েক বছর তিন অঙ্কের ইনিংস না খেললেও মনে রাখার মত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অনেকবার।

সাকিব আল হাসান শেষ কবে হেলমেট খুলে উদযাপন করেছে আপনার মনে আছে? মনে না থাকারই কথা, কয়েক বছর তো পেরিয়ে গিয়েছে। অবশ্য ২০১৯ সালের পর থেকে সাকিব সেঞ্চুরি না পেলেও অফ ফর্মে আছেন সেটা বলার সুযোগ নেই। গত কয়েক বছর তিন অঙ্কের ইনিংস না খেললেও মনে রাখার মত গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন অনেকবার।

  • হারারে (২০২২)

জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতেই অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে ছিলেন সাকিব আল হাসান। অথচ সেই ম্যাচে আর কোন ব্যাটারই পারেননি ৩০ এর বেশি করতে, এমনকি একটা পর্যায়ে ১৭৩ রানে সাত উইকেট হারিয়ে পরাজয়ের ক্ষণ গণনা শুরু করেছিল টিম টাইগার্স৷

  • সেঞ্চুরিয়ন (২০২২)

বাংলাদেশের প্রোটিয়া বধের অন্যতম নায়ক সাকিব আল হাসান প্রথম ওয়ানডেতেই খেলেছিলেন দুর্দান্ত এক ইনিংস। মিডল অর্ডারে খেলতে নেমে ১০০ এর বেশি স্ট্রাইক রেটে ৭৭ রান করেছিলেন তিনি; আর তাতে ভর করেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ এবং পরবর্তীতে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে প্রথমবারের মত হারায় সাকিব, তামিমরা।

  • চট্টগ্রাম (২০২৩)

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচ হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচ জিততে তাই করতে হতো দারুণ কিছু; সেটাই করেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে খেলেছিলেন ৭১ বলে ৭৫ রানের ইনিংস। এবং দ্বিতীয়ার্ধে চার উইকেট তুলে একাই হারিয়ে দিয়েছিলেন ইংলিশদের।

  • সিলেট (২০২৩)

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিব আল হাসান যখন ক্রিজে এসেছিলেন, বাংলাদেশ তখন ৪৯ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছিল। কিন্তু সাকিব বলের সাথে পাল্লা দিয়ে রান তুলেছেন, শেষ পর্যন্ত ৯৩ রানের মাথায় আউট হয়েছেন। ততক্ষণে অবশ্য কাজের কাজটা হয়ে গিয়েছিল।

  • কলম্বো (২০২৩)

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ৮০ রানের ইনিংস বোধহয় সাকিব আল হাসানের ক্যারিয়ারেরই অন্যতম সেরা। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ব্যাটিং নিয়ে ভুগেছে, তাই ভারতের মত দলকে হারাতে দায়িত্ব নিতেই হতো ব্যাটার সাকিবকে। সেটাই করেছেন তিনি, টপ অর্ডারের ব্যর্থতায় খাদের কিনারায় পৌঁছে যাওয়া বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন।

এছাড়া এই এশিয়া কাপেই পাকিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। রশিদ খানদের বিপক্ষে ১৮ বলে ৩২ রানের ক্যামিওয়ের সাহায্যে দুর্দান্ত একটা ব্যাটিং পারফরম্যান্সের শেষটা সুন্দর করেছিলেন তিনি। এছাড়া পাকিস্তানের বিপক্ষে ৫৩ রান এসেছিল সাকিবের ব্যাট থেকে, সতীর্থদের সমর্থন পেলে হয়তো আরো কিছুটা এগিয়ে যেতে পারতেন লাল-সবুজের কাপ্তান।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...