বাবর-আমিরের মুখ দেখাদেখি বন্ধ!

ক্রিকেটারদের নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফিটনেস ক্যাম্প আয়োজন করেছিল। কিন্তু প্রথমদিন সেখানে উপস্থিত ছিলেন না সাবেক অধিনায়ক বাবর আজম এবং অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির

ক্রিকেটারদের নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফিটনেস ক্যাম্প আয়োজন করেছিল। কিন্তু প্রথমদিন সেখানে উপস্থিত ছিলেন না সাবেক অধিনায়ক বাবর আজম এবং অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির। কেন তাঁরা ক্যাম্পে যোগ দেননি সেই ব্যাপারে কিছু জানা যায়নি। তবে অনুমান করা গিয়েছে ব্যক্তিগত কারণে প্রথমদিন উপস্থিত হতে পারেননি। আবার অন্তর্কলহ থাকার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুধু এই দু’জন নয়, জাতীয় দলের আরো দুই নিয়মিত সদস্য ইফতেখার আহমেদ ও নাসিম শাহ ক্যাম্পে শুরুর দিন অনুপস্থিত ছিলেন। তাঁরা অবশ্য সৌদি আরব যাওয়ার কারণে আসতে ব্যর্থ হয়েছিলেন। যদিও চারজনের প্রত্যেকে পরবর্তীতে বাকিদের সঙ্গে যোগ দিয়েছেন।

সবমিলিয়ে দুই সপ্তাহের ফিটনেস ক্যাম্পের জন্য মোট ২৯জন ক্রিকেটারের নাম প্রকাশ করেছিল পিসিবি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের পাশাপাশি সেখানে জায়গা পেয়েছিলেন সম্প্রতি অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমির।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলার কথা থাকলেও পিএসএলে দুর্দান্ত পারফরম করায় উসমান খানকে এই তালিকায় রাখা হয়েছে। পাকিস্তানের হয়ে খেলার স্বপ্নে বিভোর উসমান ইতোমধ্যে আরব আমিরাতের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

পিসিবির এই ক্যাম্পের মূল উদ্দ্যেশ্য আসন্ন ব্যস্ত সূচির সঙ্গে ক্রিকেটাররা যেন মানিয়ে নিতে পারেন। একই সাথে পিএসএলে ভিন্ন ভিন্ন দলে খেলার পর জাতীয় দলের সমন্বয়ে যেন সমস্যা না হয় সেজন্য সবাইকে একত্রিত করা হয়েছে। এখানে ৮ এপ্রিল পর্যন্ত থাকতে হবে ক্রিকেটারদের।

জুনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, বড় কিছু করার লক্ষ্য নিয়েই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে উড়াল দিবে শাহীন শাহ আফ্রিদির দল। এর আগে আবার নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। মূলত বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মত যাচাই করে নেয়ার জন্যই এই সিরিজ খেলবে তাঁরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...