রিশাদ হোসেন, হোবার্ট হারিকেন্সের সবচেয়ে মূলবান খেলোয়াড়

রিশাদ হোসেন এক অমূল্য রত্ন। কালেভদ্রে আসেন, বাংলাদেশের ক্রিকেটে আসেন বহু বছরের সাধনার পর।

রিশাদ হোসেন এক অমূল্য রত্ন। কালেভদ্রে আসেন, বাংলাদেশের ক্রিকেটে আসেন বহু বছরের সাধনার পর। সেই রত্ন রিশাদ অস্ট্রেলিয়ার বুকে বাংলাদেশের পতাকা রেখেছিলেন সম্মুন্নত। একমাত্র পতাকাবাহক হিসেবে উজ্জ্বল করেছেন নিজের নাম। আর বনে গেছেন দলের সেরা ইম্প্যাক্টফুল খেলোয়াড়।

বিদেশি কোন লিগে বাংলাদেশের কেউ পারফরম করা ভীষণ গর্বের বটে। কেননা বাংলাদেশের খুব বেশি প্রতিনিধি তো ভিনদেশী ফ্রাইঞ্চাইজি লিগগুলোতে সুযোগ পাননা। এক সাকিব আল হাসান সর্বত্র খেলে বেড়িয়েছেন। এরপর মুস্তাফিজু রহমান ধারাবাহিকভাবে দেশের গণ্ডি পেরিয়েছেন। কিন্তু রিশাদের জন্য সেই ধারাবাহিকতার সূত্রপাতটা হল এবারের বিগ ব্যাশে।

হোবার্ট হারিকেন্সের জার্সিতে তিনি নিজের প্রথম বিগ ব্যাশ মৌসুম রাঙিয়ে দিয়েছেন। ১৫ খানা উইকেট বাগিয়ে নিয়েছেন তিনি। তবে সবসময় তো আর উইকেট শিকারেই ইম্প্যাক্ট প্রতিফলিত হয় না। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো মতে হোবার্ট হারিকেন্সের ‘মোস্ট ভ্যালুয়েবল’ খেলোয়াড় ছিলেন রিশাদ হোসেন।

৩৪০.৫ পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। টুর্নামেন্টের সম্মিলিত হিসেবে ১৮ তম ইম্প্যাক্টফুল খেলোয়াড় রিশাদ। তবে তার দলের খেলোয়াড়দের মধ্যে তিনিই রয়েছেন সবার উপরে। যখনই উইকেট প্রয়োজন হয়েছে, ব্রেকথ্রু প্রয়োজন হয়েছে তখনই রিশাদকে ছুড়ে দেওয়া হয়েছে চ্যালেঞ্জ। অধিকাংশ সময়েই সেই চ্যালেঞ্জ উৎরে হোবার্টকে কাঙ্খিত ব্রেকথ্রু এনে দিয়েছেন।

যার ফলশ্রুতিতেই ফাইনালের এক ধাপ আগে গিয়ে থেমেছে হোবার্টের যাত্রা। এর আগে বাংলাদেশের কোন খেলোয়াড় দলের সবচেয়ে ইম্প্যাক্টফুল খেলোয়াড় হয়েছিলেন- সেটা মনে করা দুষ্কর। তবে সাকিব আল হাসান একবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা ও বার্বুডা ফ্যালকন্সের সেরা ইম্প্যাক্টফুল খেলোয়াড় হয়েছিলেন। তার পয়েন্ট ছিল ৩৪৭।

এরপরেই রিশাদ দলের সেরা ইম্প্যাক্টফুল খেলোয়াড়ের দৃষ্টান্ত স্থাপন করলেন। এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে রিশাদকে। এটা কেবলই শুরু। ধারাবাহিকতা ধরে রাখা ভীষণ প্রয়োজন, সেই সাথে প্রয়োজন নিত্য-নতুন সক্ষমতা অর্জন। নতুবা আশার প্রদীপের আলো দপ করে নিভে যাবে যেকোন দিন।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link