রিয়াদ আউট, শান্ত ইন

মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন নাকি বাদ পড়বেন - এই নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি সাবেক এই অধিনায়কের। ফলে, প্রায় ৩৭ বছর বয়সী রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ার কার্যত শেষ বলেই ধরে নেওয়া যায়।

মাহমুদউল্লাহ রিয়াদ থাকবেন নাকি বাদ পড়বেন – এই নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা হয়নি সাবেক এই অধিনায়কের। ফলে, প্রায় ৩৭ বছর বয়সী রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ার কার্যত শেষ বলেই ধরে নেওয়া যায়।

টি-টোয়েন্টির সাথে একদমই মানানসই নয় রিয়াদের ব্যাট। এমন একটা আলোচনা অনেকদিনের। প্রায় বছর দেড়েক ধরে চলমান এই সমালোচনায় অবশেষে কার্যকর পদক্ষেপ নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। বাদ পড়লেন রিয়াদ।

যদিও, বিসিবির দেওয়া ১৫ জনের স্কোয়াডে বড় চমক হল ‘ব্যাক আপ’ ওপেনার হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত। গত কয়েকদিন ধরে এখানে সৌম্য সরকারকে নিয়ে আলোচনা চলছিল। তবে, শেষ পর্যন্ত সৌম্যর সাথে লড়াইয়ে জিতে গেলেন শান্ত। সৌম্য আছেন স্ট্যান্টবাইয়ের তালিকায়।

আরেকটা বড় চমক হল শেখ মেহেদী হাসানের বাদ পড়া। ডান হাতি স্পিনিং এই অলরাউন্ডারও আছেন স্ট্যান্ডবাইয়ের তালিকায়। এই তালিকায় আরো দু’টি নাম হল পেসার শরিফুল ইসলাম ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

অস্ট্রেলিয়ায় পাঁচ পেসার নিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেখানে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন ও হাসান মাহমুদ। সেই হিসেবে স্পিনিং অপশনও কম না বাংলাদেশের হাতে। তিন স্পিনিং অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ।

অস্ট্রেলিয়া ব্যাটিংটাই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে স্বস্তির জায়গা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন তিনজন – লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও নুরুল হাসান সোহান। বাদ পড়েছেন তিন ওপেনার এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। এর মধ্যে পারভেজ হোসেন ইমন মাত্র এক ম্যাচ ‍সুযোগ পেলেও বাকি দু’জনের টি-টোয়েন্টি ইনটেন্ট ছিল প্রশ্নবিদ্ধ।

জানিয়ে রাখা ভাল, আসছে ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে বসবে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের সবচেয়ে বড় আসর। গেল বিশ্বকাপটা ভাল যায়নি বাংলাদেশের। এবারেরটা কেমন যাবে, সেটা জানতে সময়ের অপেক্ষা ছাড়া কোনো বিকল্প পথ খোলা নেই।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান রুম্মান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

  • স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...