রিয়াদের বিদায়বার্তাই তাতিয়ে দিয়েছিল সাদমানদের

হারারে টেস্ট চলাকালে মাহমুদউল্লাহ রিয়াদের হঠাৎ অবসরের সিদ্ধান্ত দলের সবাইকে টেস্টটি জিততে উৎসাহিত করে, জানিয়েছেন দেশে ফেরা সাদমান ইসলাম অনিক। এই ওপেনার আরো জানিয়েছেন ম্যাচ জিততে সবাই উৎসাহ পেলেও তাঁর বিদায়ে মন খারাপ ছিল গোটা দলের সবারই।

হারারে টেস্ট চলাকালে মাহমুদউল্লাহ রিয়াদের হঠাৎ অবসরের সিদ্ধান্ত দলের সবাইকে টেস্টটি জিততে উৎসাহিত করে, জানিয়েছেন দেশে ফেরা সাদমান ইসলাম অনিক। এই ওপেনার আরো জানিয়েছেন ম্যাচ জিততে সবাই উৎসাহ পেলেও তাঁর বিদায়ে মন খারাপ ছিল গোটা দলের সবারই।

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টের তৃতীয় দিন শেষে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্বান্ত নেন মাহমুদউল্লাহ। এরপর শেষ দিন মাঠে নামার আগে সতীর্থরা গার্ড অব অনারও দিয়েছেন তাঁকে।  আজ টেস্ট দলের কয়েকজন ফিরেছেন দেশে। সেই দলের সাদমান গণমাধ্যমের সাথে আলাপকালে এই ব্যাটসম্যান জানিয়েছেন এই জয়টা মাহমুদউল্লাহকেই উৎসর্গ করেছে দল।

সাদমান বলেন, ‘আমরা যখন শুনেছি যে এটিই তাঁর শেষ টেস্ট হবে। আমরা তখন এই টেস্টে ভাল করতে খুব উৎসাহ পেয়েছিলাম। আমরা সবাই মন খারাপ করেছিলাম। তিনি এই দলের হয়ে অনেক কিছু করেছেন। আমরা তাই ম্যাচ জিততে চেয়েছিলাম। আমরা সবাই রিয়াদ ভাইয়ের জন্য এই জয় উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

মাহমুদউল্লাহর বিদায়ী টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান ইসলাম। নাজমুল হোসেন শান্তর সাথে ১৯৬ রানের গড়ার পথে খেলেন অপরাজিত ১১১ রানের ইনিংস। এই ওপেনার জানিয়েছেন সেঞ্চুরি করার স্বপ্ন পূরণ করতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। তাঁর বিশ্বাস ছিল হয়ে যাবে।

এই ওপেনার বলেন, ‘সব ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে সেঞ্চুরি করার। ঐ রকম প্রস্তুতিই আমি নিচ্ছিলাম যে হয়ে যাবে। আমার সেরাটা দিতে পেরেছি জিম্বাবুয়েতে। যার কারণে ভালো পারফরম্যান্স আসছে। দলেরও উপকার হয়েছে।’

ঘরের মাঠে গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে হাফ সেঞ্চুরি করার পর শ্রীলঙ্কার বিপক্ষে সাইফ হাসানের কাছে জায়গা হারিয়ে ছিলেন সাদমান। তামিমের চোটে সুযোগ পেয়ে ছিলেন এই টেস্টে। সুযোগ পেয়ে দেশের বাইরে দুর্দান্ত এক সেঞ্চুরি করার পরেও আবার মাঠে নামতে দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে এই ওপেনারকে।

কারণ বাংলাদেশের হয়ে শুধু টেস্টেই দেখা যায় তাকে। আর বাংলাদেশ পরবর্তী টেস্ট খেলবে চলতি বছরের শেষের দিকে। ডিসেম্বরের আগে সীমিত ওভারের ক্রিকেটেই ব্যস্ত থাকবে দল। সাদমান জানিয়েছেন এটা নিয়ে খারাপ লাগে না তাঁর।

তিনি বলেন, ‘এরকম কোন খারাপ লাগা নেই। এটা তো মানতেই হবে কারণ টেস্ট ক্রিকেটে ফোকাস করতে হলে, যে পরিস্তিতি এখন সব দেশেই এমন। আমি আমার অনুশীলন করে যাবো সুযোগ আসবেই।’

জানিয়ে রাখা ভালো, হারাতে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে সাদমানের সাথে আরো সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত।

টেস্ট সিরিজ শেষে এখন ওয়ানডের অপেক্ষায় আছে দু’দল। আগামী ১৬ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ২৩ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...