ক্র্যাম্পিংয়ের নাটক করেছিলেন রিজওয়ান!

ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে রিজওয়ান এমন কিছু বললেন, তাতে সবাই বিস্ময়ে ভাসতে বাধ্য। তাঁর ভাষ্যমতে, ব্যথায় কাতরানোর সবটা নাকি সত্য ছিল না। তার মধ্যে কিছু অংশে অভিনয়ও লুকিয়ে ছিল। 

ক্র্যাম্পিংয়ের যন্ত্রণায় রীতিমত ছটফট করছিলেন মোহাম্মদ রিজওয়ান। তারপরও মাঠ থেকে উঠে যাননি। সর্বোচ্চ রান তাড়ায় রেকর্ড গড়া জয়ের পথটাতে ছুটেছেন শেষ পর্যন্ত। ১২১ বলে ১৩১ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচ সেরাও।

তবে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে এমন কিছু বললেন, তাতে সবাই বিস্ময়ে ভাসতে বাধ্য। তাঁর ভাষ্যমতে, ব্যথায় কাতরানোর সবটা নাকি সত্য ছিল না। তার মধ্যে কিছু অংশে অভিনয়ও লুকিয়ে ছিল।

ম্যাচ শেষে রিজওয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল, ক্র্যাম্পিং হওয়ায় মাঠে আসলেই সমস্য হচ্ছিল কিনা? এর উত্তরটা কিছুটা মজার ছলে হেসেই দেন রিজওয়ান। তিনি বলেন, ‘কখনো ক্র‍্যাম্প ছিল, কখনো বা আবার অভিনয়।’

রিজওয়ান কথাটা সত্যিই বললেন কি না, সেটা বোঝা মুশকিল। কারণ, ধারাভাষ্যকার সাইমন ডউল বলছিলেন, ‘ওর তো সিনেমার জগতে থাকা উচিৎ।’ কে জানে, রিজওয়ান হয়তো সাইমনকেই জবাব দিতে চেয়েছেন!

এরপর নিজের ইনিংস নিয়ে রিজওয়ান বলেন, ‘এমন পারফরম্যান্স সত্যিই আত্মতৃপ্তি দেয়। কাজটা কঠিন ছিল। তবে এমন রান শেষ পর্যন্ত চেজ করাটা আসলেই দারুণ ব্যাপার। তবে আমরা হাল ছাড়িনি। বোলিং ইনিংসের পর সবাই আত্মবিশ্বাসী ছিলাম যে, আমরা এই রান তাড়া করতে পারব। দুর্ভাগ্যবশত বাবর দ্রুতই আউট হয়ে যায়। কিন্তু আমাদের লক্ষ্যটা ঠিক ছিল। এরপর আমরা ভালো জুটি পেয়েছি। উইকেটটা ব্যাটিংয়ের জন্য সহায়কই ছিল। আমি আবদুল্লাহ শফিককে বলেছিলাম যে, বড় লক্ষ্য না ভেবে ধাপে ধাপে এগোতে হবে। শেষ পর্যন্ত আমরা সেটা করতে পেরেছি।’

বিশ্বকাপে পাকিস্তানের পরের ম্যাচের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। বহুল আকাঙ্ক্ষিত এ ম্যাচটি আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফলত, টানা দুই ম্যাচ জয়ের পর হায়দ্রাবাদ ছেড়ে এখন আহমেদাবাদমুখো হতে হচ্ছে পাকিস্তান শিবিরকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...