সিরিজ শেষ রোহিতের?

একটা ক্যাচ মিস করলেন রোহিত শর্মা। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেন এনামুল হক বিজয়। তবে, এর মধ্যেই হাতের চোঁট নিয়ে মাঠ ছাড়তে হল ভারতের অধিনায়ক রোহিতকে।

একটা ক্যাচ মিস করলেন রোহিত শর্মা। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেন এনামুল হক বিজয়। তবে, এর মধ্যেই হাতের চোঁট নিয়ে মাঠ ছাড়তে হল ভারতের অধিনায়ক রোহিতকে।

তখন টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ওভারে ব্যাট করছে। বোলিংয়ে মোহাম্মদ সিরাজ, স্ট্রাইকে বিজয়।

মোহাম্মদ সিরাজের প্রথম দুই বলে চার মারলেন বিজয়। প্রথমটা  ফ্লিক, পরেরটা কাভার ড্রাইভে। পরের বলে স্লিপে ক্যাচ তুলেছিলেন, তবে সহজ ক্যাচটি ফেলে দিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ দু’টো রানও পেল।

তবে, ম্যাচ মিসের চেয়ে রোহিতের ইনজুরিটাই বড় দু:সংবাদ ভারতের। তিনি শুধু ক্যাচ ফেলেননি, আঙুলে চোটও পেয়েছেন সেটি নিতে গিয়ে, সঙ্গে সঙ্গে উঠেই গেছেন। হাত দিয়ে রক্ত ঝরছিল তাঁর।

সর্বশেষ খবর হল, ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে। সেখানে এক্স-রে করানো হবে। প্রাথমিক ভাবে দেখে আপাতত অবস্থাটা খুব ভাল বলে মনে হচ্ছে না। এক্স-রে রিপোর্টের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে ভারত। তবে, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নামার সম্ভাবনা কম রোহিতের। এমনকি সিরিজও শেষ হয়ে যেতে পারে তাঁর।

রোহিত না থাকায় আপাতত ম্যাচে নেতৃত্বে ভারত লোকেশ রাহুলের হাতে। আগের ম্যাচের সর্বোচ্চ সংগ্রাহকই ভারতের সহ-অধিনায়ক। অন্যদিকে, রোহিতের পরিবর্তে ফিল্ডিং করছেন রজত পতিদার।

প্রথম ম্যাচে এক উইকেটে হেরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। এখন সিরিজে ফিরতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের কোনো বিকল্প নেই তাঁদের সামনে। সেই হিসেবে রোহিতের ইনজুরি তাঁদের একটু ব্যাকফুটেই ঠেলে দিল।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...