Social Media

Light
Dark

অবসরের অ্যাটেম্পটেড ইয়র্কারে রোহিতের ছক্কা!

ভারতীয় ক্রিকেটাঙ্গন যখন ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে রোহিত শর্মা তখন খানিকটা অবসর সময় কাটাচ্ছেন বটে। কেননা তাঁর দল মুম্বাই ইন্ডিয়ান্স ইতোমধ্যে বাদ পড়েছে টুর্নামেন্ট থেকে। তাই তো অবসর সময়ে অংশ নিয়েছিলেন একটি অনুষ্ঠানে আর কথা বলেছেন নিজের অবসর, অধিনায়কত্বের মত আগ্রহ জাগানিয়া বিষয় নিয়ে।

ক্রিকেট ক্যারিয়ারের এখন শেষপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি; ইতোমধ্যে ১৭ বছর কাটিয়েছেন পেশাদার ক্রিকেটের সঙ্গে। তাই তো তাঁর অবসর নিয়ে এখন চলছে জোর গুঞ্জন।

তবে হিটম্যান এখনি ভাবছেন না সরে দাঁড়ানোর কথা; বরং আরো কয়েক বছর ভারতীয় ক্রিকেটকে সেবা দিয়ে যেতে চান। তিনি বলেন, ‘অভিষেকের পর থেকে চমৎকার একটা সময় কাটিয়েছি, প্রায় ১৭ বছর হয়ে গিয়েছে। তবে আমি এখনও আশা করি আরো কয়েক বছর খেলব এবং বিশ্ব ক্রিকেটে প্রভাব রাখতে পারব।’

বিরাট কোহলির পর তিন ফরম্যাটেই ভারতের অধিনায়ক হয়েছিলেন এই ডানহাতি। অধিনায়ক হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আপনার দেশকে নেতৃত্ব দেয়া আপনার জন্য সবচেয়ে বেশি সম্মানের। আমার জন্যও তাই, তবে আমি কখনই ভাবিনি যে আমি একদিন অধিনায়কত্ব করতে পারব। কিন্তু হ্যাঁ, মানুষ বলে ভালো জিনিস ভালো মানুষের সাথেই ঘটে।’

অধিনায়ক হিসেবে তাঁর লক্ষ্য কিরকম সেই ব্যাপারে এই তারকা বলেন, ‘যখন আমি দায়িত্ব গ্রহণ করি, তখন শুধু চেয়েছিলাম যে প্রত্যেকে একই লক্ষ্যে এগিয়ে যাক। দল হয়ে খেলতে হবে, এটি ব্যক্তিগত মাইলফলকের খেলা নয়। বরং এগারোজন মিলে কি অর্জন করতে পারে সেটিই আসল।’

এছাড়া নিজের পুরনো অতীত নিয়ে কথা বলেছেন এই অভিজ্ঞ ব্যাটার। তিনি বলেন, ‘আমার জীবনে আমি উত্থানের চেয়ে পতন বেশি দেখেছি। আর এই যে আজকের আমি এখানে আসার পিছনে অতীতে কি দেখেছি সেটাই আমাকে সাহায্য করেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link