স্পিন যন্ত্রে রোহিত-মন্ত্র

কোহলি, রোহিতদের স্পিন খেলার সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে ইন্দোরের ওমন স্লো, লো উইকেটের মত উইকেটে খেলার জন্য আলাদাভাবে পরিকল্পনার কথা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

ইন্দোর টেস্টে ভরাডুবির পর ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে সমালোচনা হচ্ছে চারদিকে। ঘরের মাঠে অজি স্পিনাদের সামলাতে ব্যর্থ হয়েছেন কোহলিরা। এমনকি কোহলি, রোহিতদের স্পিন খেলার সামর্থ্য নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে ইন্দোরের ওমন স্লো, লো উইকেটের মত উইকেটে খেলার জন্য আলাদাভাবে পরিকল্পনার কথা জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।

চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক অধিনায়ক রোহিত শর্মা। নাগপুরে প্রথম টেস্টে ১২০ রানের ইনিংস সহ সিরিজে মোট ২০৭ রান করেছেন রোহিত। রোহিত মনে করেন এমন ‘র‍্যাংক টার্নার’ পিচে খেলার জন্য প্রত্যেকের আলাদা আলাদা পরিকল্পনা থাকা উচিত।

তিনি বলেন, ‘যখন আপনি এই ধরণের পিচে খেলবেন আপনাকে বোলারদের থেকে এগিয়ে থাকতে হবে। বোলারকে কিছু করার আগেই আপনাকে আপনার কাজটি করার জন্য প্রস্তুত থাকতে হবে।’

রোহিত আরো বলেন, ‘আমি নিজের কথা বলতে পারি, আমি এভাবেই পরিকল্পনা করি। পুরো ইনিংসে আমি কিভাবে পরিকল্পনা করি সেই বিষয়ে আমি বিস্তারিত খোলাসা করতে চাই না। নাগপুর টেস্ট একটা দারুণ উদাহরণ যে কিভাবে আমি পুরো সিরিজে ব্যাট করতে চেয়েছিলাম।’

কঠিন এই পিচ গুলোতে খেলার জন্য নিজের মত করে পরিকল্পনা সাজানোর তাগিদ দিয়েছেন ভারতীয় অধিনায়ক, ‘যে পদ্ধতিতে আমি সফল হব সেই পদ্ধতি অসুরণ করতে চাই আমি। সবাইকে সবার নিজের শক্তিমত্তার জায়গা বুঝে পরিকল্পনা করতে হবে যেটা হবে বাকিদের চেয়ে আলাদা।’

এমন পিচে খেলার জন্য স্কিলের পাশাপাশি মানসিকভাবে প্রস্তুত থাকার প্রতি বেশি জোর দিচ্ছেন রোহিত, ‘সবাই যথেষ্ঠ অভিজ্ঞ। এই সময়ের জন্য সবার সবকিছু পরিবর্তন সম্ভব নয়। আপনাকে শুধু আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে। যত দ্রুত সম্ভব কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। কিভাবে প্রতিপক্ষ বোলারদের মোকাবেলা করব সেই মানসিক প্রস্তুতি থাকতে হবে। আমি মনে করি স্কিলের চেয়েও মানসিক শক্তি এখানে বেশি গুরুত্বপূর্ণ।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...