ছক্কায় ফাঁটা নাক!

যেকোনো মূদ্রারই দুই পিঠ আছে। এই যেমন ধরুন, ক্রিকেট খেলা দেখছেন, গ্যালারিতে বসে। বাইশ গজে দাপুটে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করছেন। চারছক্কায় মুগ্ধ করছেন। আপনিও মুগ্ধ হচ্ছেন। এখানে মুগ্ধতার পাশাপাশি একটু সাবধানতাও জরুরী। কারণ, একটু বেখেয়াল হলে আহতও হতে পারেন।

যেকোনো মূদ্রারই দুই পিঠ আছে। এই যেমন ধরুন, ক্রিকেট খেলা দেখছেন, গ্যালারিতে বসে। বাইশ গজে দাপুটে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করছেন। চারছক্কায় মুগ্ধ করছেন। আপনিও মুগ্ধ হচ্ছেন। এখানে মুগ্ধতার পাশাপাশি একটু সাবধানতাও জরুরী। কারণ, একটু বেখেয়াল হলে আহতও হতে পারেন।

হ্যাঁ, কার্যত এর সম্ভাবনা নেহায়েৎই কম, তবে, অসম্ভব নয়। তাই, একটু সাবধানতা অবলম্বন করলে ক্ষতি কি! দেখুন না, একটু সাবধান হলেই ব্যাঙ্গালুরুর এই ভদ্রলোকের নাক কাটা… সরি, নাক ফাঁটা পড়তো না।

ঘটনা ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দোকে ডিপ মিড উইকেটের পর দিয়ে ছক্কা হাঁকান অধিনায়ক রোহিত শর্মা। সেখান থেকেই আসে বিপদ। ডি কর্পোরেট বক্সে থাকা এক ২২ বছর বয়সী দর্শকের নাক ফাঁটে ওই ছক্কায়।

শুধু নাক ফাঁটাই নয়, নাকের মধ্যে রীতিমত বড় একটা গর্তের মত হয়ে যায়। ওই দর্শককে তখনই প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে গিয়ে ওই তরুণের এক্স-রে করানো হয়।

হোসমাত হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডাক্তার অজিত বেনেডিক্ট বলেন, ‘এক্স-রে পরীক্ষায় নাকের হাড়ে ফাঁটল ধরা পড়েছে। নাকে ওপর সেলাইও লেগেছে।’

প্রথম দিনে অল আউট হওয়ার আগে ভারত করে ২৫২ রান। তাতে অধিনায়ক রোহিতের অবদান ১৫ রান। ইনিংসে ওই একটাই ছক্কা। আর ওই অঘটন ঘটাতে ওই একটা ছক্কাই যথেষ্ট ছিল। গ্যালারি থেকে হাসপাতালে যাওয়ার ভাবনা নিশ্চয়ই ওই দর্শক ঘুণাক্ষরেও কল্পনা করেননি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...