গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই এই ফরম্যাট থেকে দূরে রয়েছেন রোহিত শর্মা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজেও থাকছেন না ভারতের এ অধিনায়ক। খুব স্বাভাবিকভাবেই তাঁর আলোচনার স্রোত বইছে ভারতের ক্রিকেট পাড়ায়। তবে কি টি-টোয়েন্টি দল থেকে অনানুষ্ঠানিক অবসর নিয়ে ফেলেছেন রোহিত?
টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা থাকলেও ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করছেন, রোহিতের থাকা উচিৎ। তাঁর মতে, এই মুহূর্তে ভারতের এই দলটার ব্যাটার রোহিতের চেয়ে অধিনায়ক রোহিতকে বেশি প্রয়োজন।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়ে ভারতের এক সংবাদ মাধ্যমে কাইফ বলেন, ‘সেখানে রোহিতকে অবশ্যই দরকার। তাঁর অধিনায়কত্ব ভারতের প্রয়োজন।’
এরপর ২০২৩ বিশ্বকাপের কথা টেনে তিনি বলেন, ‘যেভাবে সে এই বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিল, তা এক কথায় দুর্দান্ত। টি-টোয়েন্টি দলেও অভিজ্ঞ অধিনায়ক প্রয়োজন। রোহিতকে তাই সেখানে অধিনায়ক হিসেবেই ভারতের বেশি প্রয়োজন।’
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে না থাকলেও টেস্ট সিরিজের দলই ঠিকই রয়েছেন রোহিত শর্মা। তবে লাল বলের ক্রিকেটে এ সিরিজেও বাইরে থাকতে হচ্ছে চেতেশ্বর পুজারাকে।
আর সেটি নিয়েই কাইফ বলেন, ‘আমার মাথায় ঢোকে না, কেন পুজারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। সব সময় ফর্ম জরুরি নয়। কিছু সময় অভিজ্ঞতাও প্রয়োজন। দক্ষিণ আফ্রিকার মাটিতে পুজারাকে দলের খুব প্রয়োজন ছিল।’