বাবরে চটেছেন আফ্রিদি

নিজের ক্রিকেট ক্যারিয়ারে ধুন্ধুমার ব্যাটিংয়ের জন্য সমর্থকদের কাছে ‘বুমবুম আফ্রিদি’ নামে পরিচিত ছিলেন শহীদ খান আফ্রিদি। ক্রিকেট ছেড়েছেন সেই কবে। তবে এখনো যেন সেই পুরনো নামের মতোই মাঠের বাইরে আগুন ঝরান পাকিস্তানি এই অলরাউন্ডার। এই যে কয়েকদিন আগেই তো চোটে পড়া শাহীন শাহ আফ্রিদির পুনর্বাসনে পিসিবির সহযোগিতা না করার কথা বলে বোমা ফাটালেন। এবার নতুন করে বললেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজমকে নিয়ে।

ক্রিকেট খেলা ছেড়েছেন। তবে ক্রিকেটটা এখনও ছাড়তে পারেননি আফ্রিদি। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাথে সরাসরি সম্পৃক্তও নন। তবে দলের মধ্যে দেখা যেকোন অসঙ্গতি নিয়ে কথা বলতে কখনই দ্বিধাবোধ করেন না আফ্রিদি। অকপটে চোখে পড়া সবধরণের অসঙ্গতির সমালোচনা করেন। সেই সাথে প্রশংসা করতেও পিছপা হন না। 

নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ এর বিপক্ষে ২১ রানের জয়ের ম্যাচ শেষে বাবর আজম বলেছিলেন, ‘আমরা বাংলাদেশকে ১৬০ রানের লক্ষ্য দেয়ার উদ্দেশ্যই ব্যাটিং করেছি।’ আর এ নিয়েই চটেছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি। তিনি বলেন, ‘বাবরের অবশ্যই এই ধরনের মানসিকতা পরিহার করা উচিৎ। যদি বাংলাদেশ এর বিপক্ষে ১৬০ রানই তার লক্ষ্য হয় তবে সে অপেক্ষাকৃত শক্তিশালী বোলিং একাদশের বিপক্ষে কেমন পরিকল্পনা সাজাবে?’

পাকিস্তান বর্তমান দলের অন্যতম স্তম্ভ বাবর আজম। ব্যাটিং লাইনআপের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া ছাড়াও তিনি দলের অধিনায়ক। তাঁর এমন নেতিবাচক মানসিকতা নিশ্চয়ই দলের জন্যে খুব একটা ভাল বার্তা নয়। সে চিন্তা থেকেই ৪২ বছর বয়সী সাবেক অলরাউন্ডার আরো বলেন, ‘আপনি যখন বিশ্বকাপের মতো আসরে খেলতে যাবেন সাধারণ চিন্তাভাবনা থেকে অনেক পরিবর্তন আনতে হবে আপনার। বড় কিছু পাওয়ার জন্য পরিকল্পনাও বিশাল হওয়া চাই।’

দলের অধিনায়কে সমালোচনা যেমন করেছেন আফ্রিদি, তেমনি পরামর্শও দিয়েছে। তাছাড়া এসময় আফ্রিদি পাকিস্তানি ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ব্যাটিং নিয়েও পরামর্শ দেন। তিনি বলেন, ‘রিজওয়ানের উচিৎ বাইরের কথায় কান না দিয়ে নিজের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়া। আসল লড়াই শুরু হবে এখনই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link