এক ওভার বোলিং করে এক উইকেট নিলেন, মাত্র দুই রান দিলেন। টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁতে দরকার ছিল আর মোটে একটা উইকেট। কিন্তু, সাকিব আল হাসানের আর বোলিংয়ে ফেরাই হল না।
যদিও, জয় পেতে কোনো ঝামেলা পোহাতে হয়নি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সকে। আট রানের জয় দিয়ে মাঠ ছাড়ে তাঁরা। লড়াই জমিয়ে তুলেছিলেন কাইরেন পোলার্ড, তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের শেষ রক্ষা হয়নি।

১৬৮ রানের লক্ষ্যে ১৯ তম ওভারে ২২ রান তুলে নিয়ে লড়াই জমিয়ে ফেলেছিলেন কাইরেন পোলার্ড। কিন্তু, ২০ তম ওভারে আসে বিপত্তি। প্রথম বলে সিঙ্গেলের পর টানা চারটি ডট, শেষ বলে চার হাকিয়েও লাভ হয়নি পোলার্ডদের।
এর আগে ফ্যাবিয়ান অ্যালেন ও ইমাদ ওয়াসিমদের ঝড়ো ব্যাটিংয়ে বোর্ডে শক্ত পুঁজি গড়ে সাকিবের দল। যদিও, সাকিব নিজে ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। ১৩ বলে মাত্র সাত রান করে ফিরেন তিনি।

টানা তৃতীয় ম্যাচ ব্যাট হাতে হাসতে পারলেন না সাকিব। এরপর বোলিংয়ে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের প্রথম উইকেট নিলেও মাইলফলক ছোঁয়া হল না। সব মিলিয়ে ৩৮ বছর বয়সী সাকিবের সময়টা খুব একটা সুখকর হচ্ছে না।










