বিসিবির ‘বাস্তবতা’ মেনে নিয়েছেন

বিসিবির কাছে জাতীয় দলের কমিটমেন্ট আগে। তার ওপর সাকিব অধিনায়ক দলের, লিটন সহ-অধিনায়ক। টেস্ট অধিনায়ক সাকিবও তাই মেনে নিয়েছেন বোর্ডের সিদ্ধান্ত।

আয়ারল্যান্ডের জশ লিটল চলে গেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে। তিনি দলের মূল স্ট্রাইক বোলার। বাংলাদেশের বিপক্ষে টেস্ট থাকলেও তাঁকে আটকায়নি আয়ারল্যান্ড। বোর্ডের কাছ থেকে এনওসি বা অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাছোড়বান্দা। টেস্ট ম্যাচের জন্য আটকে গেছেন সাকিব আল হাসান ও লিটন দাস। কারণ, বিসিবির কাছে জাতীয় দলের কমিটমেন্ট আগে। তার ওপর সাকিব অধিনায়ক দলের, লিটন সহ-অধিনায়ক।

টেস্ট অধিনায়ক সাকিবও তাই মেনে নিয়েছেন বোর্ডের সিদ্ধান্ত। তিনি বলেন, ‘বোর্ড থেকে আগে থেকেই যখন ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড জানতে চায় কবে থেকে খেলতে পারবো, পুরো সময় অ্যাভেইলেবল আছি কি না। সে সময় এনওসির মতোই আসলে ওদের জানিয়ে দেওয়া হয় কবে থেকে কবে পর্যন্ত খেলতে পারবো। সেখানে ছিল আমাদের যখন আন্তর্জাতিক কমিটমেন্ট থাকবে তখন বিসিবি অ্যালাও করবে না। সেভাবে বিসিবি করেছে, ওভাবেই আমরা এনওসি পেয়েছি।’

সাকিব ও লিটন – দু’জনই আইপিএলে সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হবে আট এপ্রিল। এই সময়ে কলকাতা দু’টো ম্যাচ খেলবে। নয় তারিখ অনুষ্ঠিত হবে তাঁদের তৃতীয় ম্যাচ। কার্যত এই প্রথম দু’টো ম্যাচ খেলতে পারবেন না লিটন ও সাকিব। অন্যদিকে, আইপিএল খেলতে এরমধ্যেই ভারতে পৌঁছে গেছেন মুস্তাফিজুর রহমান। তিনি, টেস্ট দলে নেই বলেই ছাড়পত্র পেতে কোনো সমস্যা হয়নি।

সাকিব বলেন, ‘মুস্তাফিজ যদি টেস্ট দলে জায়গা পেতো তাহলে হয়তো ওর থাকতে হতো। সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত হোক, ও যেহেতু টেস্ট দলে নেই, যেতে পেরেছে আগে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুুটো সিরিজই জিতেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। অন্যদিকে, শেষ টি-টোয়েন্টি হারলেও জয় এসেছে ২-১ ব্যবধানে। জানিয়ে রাখা ভাল, এবারই প্রথমবারের মত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট শুরু হবে আগামী চার এপ্রিল।

এর মধ্যে সাকিব প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে একটা ম্যাচ খেলেছেন বিকেএসপিতে। বিকালে ঢাকায় ফিরে একটা বানিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক অনুষ্ঠানেও অংশ নেন। বিকেএসপি থেকে ঢাকায় ফেরেন হেলিকপ্টারে চড়ে। এত ব্যস্ততা কি করে সামলান? সাকিবের জবাব, ‘আমার কাছে ভালো লাগে, আমি উপভোগ করি এটা। আমার মনে হয় আমি যদি কাজ না করি, পাগল হয়ে যাবো।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...