টেস্ট খেলেই আইপিএলে যাবেন সাকিব-লিটন

আয়াল্যান্ডের বিপক্ষে এক টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে অধিনায়ক হিসেবে আছেন যথারীতি সাকিব আল হাসান। লিটন কুমার দাসও আছেন দলে। এর অর্থ হল, টেস্ট শেষ হওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার ছাড়পত্র পাচ্ছেন না সাকিব ও লিটন।

আয়াল্যান্ডের বিপক্ষে এক টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে অধিনায়ক হিসেবে আছেন যথারীতি সাকিব আল হাসান। লিটন কুমার দাসও আছেন দলে। এর অর্থ হল, টেস্ট শেষ হওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার ছাড়পত্র পাচ্ছেন না সাকিব ও লিটন। আগের দিন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন যা বলে গেছেন – সেই কথাই সত্য হল। দেশের খেলা বলেই ছাড়পত্র পেলেন না সাকিব-লিটন।

সাকিব ও লিটন – দু’জনই আইপিএলে সুযোগ পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শেষ হবে আট এপ্রিল। এই সময়ে কলকাতা দু’টো ম্যাচ খেলবে। নয় তারিখ অনুষ্ঠিত হবে তাঁদের তৃতীয় ম্যাচ। কার্যত এই প্রথম দু’টো ম্যাচ খেলতে পারবেন না লিটন ও সাকিব। অন্যদিকে, আইপিএল খেলতে এরমধ্যেই ভারতে পৌঁছে গেছেন মুস্তাফিজুর রহমান। তিনি, টেস্ট দলে নেই বলেই ছাড়পত্র পেতে কোনো সমস্যা হয়নি।

১৪ সদস্যের স্কোয়াডে তেমন কোনো চমক নেই। বাম হাতের বুড়ো আঙুলের ইনজুরির জন্য স্কোয়াডে নেই ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি করা জাকির হাসান। তাঁর জায়গায় স্কোয়াডে এসেছেন সাদমান ইসলাম। দলের আরও দুই ওপেনার হলেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়।

স্কোয়াডে আছেন চার পেসার ও সাকিব-সহ তিন স্পিনার। বোঝাই যাচ্ছে, মিরপুরে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল হয়তো স্পোর্টিং উইকেটেই খেলবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুুটো সিরিজই জিতেছে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। অন্যদিকে, শেষ টি-টোয়েন্টি হারলেও জয় এসেছে ২-১ ব্যবধানে। জানিয়ে রাখা ভাল, এবারই প্রথমবারের মত আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট শুরু হবে আগামী চার এপ্রিল।

  • আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৪ সদস্যের টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, মাহমদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...