রানে ফিরতেই মিডিয়ার সামনে চিরচেনা সাকিব

বাংলাদেশের পরবর্তী মিশন শ্রীলঙ্কা সিরিজ। সেটা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘তেমন কোনো প্ল্যান হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি।’

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বলা হয় তাঁকে, রেকর্ড বয়ও বলা হয় – তাই তো সবসময়ই আলোচনায় থাকেন তিনি। বলছি সাকিব আল হাসানের কথা, সম্প্রতি মাঠের খেলা আর মাঠের বাইরে বিভিন্ন কারণে আলোচনার তুঙ্গে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সেসব কিছু নিয়ে এবার কথা বলেছেন তিনি নিজেই।

প্রথমেই টেস্ট সিরিজে খেলতে অনাগ্রহী এমন গুঞ্জনের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল তাঁকে। সাকিব অবশ্য বরাবরের মতই নিজের স্টাইলে উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘কে বলছে আপনাকে? গুঞ্জন গুঞ্জন থাকতে দেন। আর না হলে আপনি খুঁজে বের করেন। কে বলছে তাকে জিজ্ঞাসা করেন। আমি কী বলছি কাউকে? তো আমি কী বলেছি কখনও আমি চাচ্ছি না কিংবা চাচ্ছি এই রকম কিছু।

এই বাঁ-হাতি আরো বলেন, ‘আমি যদি বলতাম, আমি খেলতে চাই অথবা খেলতে চাই না, তাহলে সেটা আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারতেন। এই প্রশ্নের যার কাছ থেকে আপনি অ্যান্সারটা শুনেছেন বা যে আপনাকে বলেছে তাকে জিজ্ঞাসা করেন। সে ভালো বলতে পারবে।’

তবে চোখের সমস্যা নিয়ে খুশির খবর দিয়েছেন তিনি। জানিয়েছেন বর্তমানে ভালোই আছে চোখের অবস্থা। যদিও পরক্ষণেই আবার ফিরে গিয়েছেন বাঁকা উত্তরের দিকে। রংপুর রাইডার্সের জার্নি সম্পর্কে জিজ্ঞেস করা হলে এই তারকা বলেন, ‘একদিন আগেই তো প্রেস কনফারেন্সে সব কথা বলে আসলাম। আবার এখানে এসে সেম কথা বললে তো ভালো লাগবে না।’

রংপুরে মুমিনুল হকের অন্তর্ভুক্তি নিয়ে অবশ্য খোলাখুলি মতামত দিয়েছেন তিনি, বলেন, ‘আমার কাছে মনে হয় মমিনুলের মতো একজন সিনিয়র ক্রিকেটার যখন দলে আসবে সেটার এক্সপেরিয়েন্স বা ওর যে পারফরম্যান্স এটা আমাদের কাজে আসবে বলে মনে করি। আমি শিওর যে ক্যাপ্টেন ও কোচ কোনো না কোনো প্ল্যান করে ওকে দলে নিয়েছে। আমি সিওর সুযোগ পেলে ও দলের হয়ে অবদান রাখতে পারবে।’

বাংলাদেশের পরবর্তী মিশন শ্রীলঙ্কা সিরিজ। সেটা নিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘তেমন কোনো প্ল্যান হয়নি। বিপিএল চলছে এটা নিয়েই ফোকাস করছি। চেষ্টা করছি, কিভাবে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...