এবার সাকিবের আক্ষেপ ঘুচবে?

বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান।

নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরেছেন। ফিরেই নিজের হাত চিনালেন। সাকিব দেখালেন,  কেন তিনি অন্য ধাতুতে গড়া। ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে সাকিবের প্রত্যাবর্তন হয়েছে সিরিজ সেরায়। অলরাউন্ডারের হারানো মুকুট ও ফিরে পেয়েছেন। টেস্টেও রানের স্রোতে ফেরার ইঙ্গিত দিয়েছেন প্রথম দিনে।

কিন্তু সাকিব আল হাসানের একটা গোপন আক্ষেপ থাকার কথা। আর আজ সেই আক্ষেপ ঘুচিয়ে নেওয়ার দারুন একটা সুযোগ পাচ্ছেন সাকিব। আজ সে জন্য আর কিছু না, তাকে একটা সেঞ্চুরি করতে হবে।

আচ্ছা, আক্ষেপের ব্যাপারটা আগে খুলে বলা যাক।

টেস্ট ক্রিকেটে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটার কে? উত্তর আসবে সেই পুরোনো নাম- সাকিব আল হাসান। উইন্ডিজের  বিপক্ষে ব্যাটে-বলে সমান ভাবে  উজ্জ্বল বিশ্বসেরা এই অলরাউন্ডার।

টেস্টে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়  সর্বোচ্চ রান সাকিবের। বোলিংয়েও সমান ভাবে উজ্জ্বল সাকিব। সবচেয়ে বেশি উইকেট তাঁরই। এই দলটার বিপক্ষে ৫ উইকেটও আছে সাকিবের ৩ বার। এই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট মিস করেছেন অল্পের জন্য।

এই ওয়েস্ট ইন্ডিজ দলটার বিপক্ষে সবচেয়ে বেশিবার, মানে ৭ বার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন তিনি। এর মধ্যে চার বারই আশি রান পার করেছেন। নব্বইয়ের ঘরে  ফিরতে হয়ছে দুই বার! একবার ৯৭ রান করে এবং আরেকবার তো ৯৬ রানে অপরাজিত ছিলেন!

এতোক্ষনে আক্ষেপটা বুঝতে পেরেছেন?

হ্যা, এতো দুর্দান্ত রেকর্ডের পরও এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো সেঞ্চুরি নেই সাকিব আল হাসানের।

দীর্ঘদিন পর টেস্টে দলে ফিরেছেন। নিশ্চয় সাকিব চাইবেন পারফর্ম করতে। শতক হাকাতে। ভুরি ভুরি উইকেট নিতে। উইন্ডিজের বিপক্ষে দীর্ঘদিনের সেঞ্চুরি খরা ঘোচাতে। টেস্ট অলরাউন্ডারের হারানো মুকুটটা ফিরে পেতে।

আজ যেভাবে ব্যাট করেছেন, তাতে এই মাইলফলক অর্জন খুব কঠিন কাজ বলে মনে হচ্ছে না। আজ খেলা শেষ হওয়া পর্যন্ত ৯২ বলে ৩৯ রান করে অপরাজিত আছেন সাকিব। অত্যন্ত ঠান্ডা মাথায় খেলে চলেছেন। ৪টি বাউন্ডারি মেরেছেন। রানের জন্য খুব তাড়াহুড়ো করছেন না।

ফলে আজকে এই পাওয়াটা হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সাকিব ব্যাটসম্যান হিসেবে পঞ্চম দেশের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি পাবেন। এর আগে নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করেছেন সাকিব। ৫টি টেস্ট সেঞ্চুরির মালিক সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে দু বার সেঞ্চুরি করেছেন; বাকীদের বিপক্ষে একবার করে। নিউজিল্যান্ডের বিপক্ষে একটা ডাবল সেঞ্চুরিও আছে।

এখন সেঞ্চুরি শিকারের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের নাম তোলার পালা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link