দু:খ প্রকাশে রেহাই পেলেন সাকিব

গত পাঁচ জুন এই ঘটনা ঘটার পরই তদন্ত শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই অভিযোগ স্বীকার করে নিয়ে সাকিব সহ ক্লাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে। যার ফলে সাকিব ও মোহামেডানকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। যেন পরবর্তীতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ উঠেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসানের বিপক্ষে। অভিযোগ প্রমাণিত হলেও দু:খ প্রকাশ করায় শাস্তি পেতে হচ্ছে না তাঁকে। শুধুমাত্র সতর্ক করে দেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে।

গত পাঁচ জুন এই ঘটনা ঘটার পরই তদন্ত শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপরই অভিযোগ স্বীকার করে নিয়ে সাকিব সহ ক্লাব কর্তৃপক্ষ দু:খ প্রকাশ করে। যার ফলে সাকিব ও মোহামেডানকে সতর্ক করে নোটিশ দেওয়া হয়েছে। যেন পরবর্তীতে এই ধরনের ঘটনা আর না ঘটে।

আজ (৯ জুন) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ গনমাধ্যমকে এই সব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন বায়ো বাবল ঠিক রাখতে সকল ক্লাবের সাথেই যোগাযোগ রাখছেন তারা।

তিনি বলেন, ‘বায়ো বাবল যে ভঙ্গ হয়েছে তারা সেটা স্বীকার করেছেন, দু:খ প্রকাশ করেছেন। বায়ো বাবল যেন সঠিক ভাবে মেনে চলা হয় আমরা সকল ক্লাবের সাথেই যোগাযোগ রাখছি। এমনটা যেন আর না হয়, এই বিষয়ে আমরা একটা নোটিশ দিয়েছি।’

জানিয়ে রাখা ভালো, ঘটনাটি গত শুক্রবারের। ছুটির দিনে মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে ঐচ্ছিক অনুশীলন করতে এসেছিলেন সাকিব। নেটে সাকিবকে বল করছিলেন মোহামেডানের দুই সতীর্থ আসিফ হাসান ও রুয়েল মিয়া। ঐ সময় সেখানে আরো দুজন নেট বোলারকে দেখা যায়।

ঐ দুজন ফোনে ছবি তুলছিলেন এবং নেট বোলারদের খুব কাছেই অবস্থান করছিলেন। সেই নেট বোলার দুজনের পরিচয়ও মিলে তখন। মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি থেকে এসেছিলেন সেই দুজন।

এবার শুরু থেকেই জৈব সুরক্ষা বলয় নিয়ে সতর্ক আয়োজকরা। দুই দফায় যারা নেগেটিভ হয়েছিলেন তাদের চারটি হোটেলে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে। হোটেল গুলো হলো আমারি, ওয়েস্টিন, ফোর পয়েন্টস বাই শেরাটন ও ইন্টারকন্টিনেন্টাল। আন্তর্জাতিক সিরিজ গুলোর মতোই জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে তাদের জন্য।

গত বছর মাত্র এক রাউন্ড মাঠে গড়ানোর পর করোনার কারণে স্থগিত হয়ে যায় ডিপিএল। ডিপিএল স্থগিত হওয়ার মধ্য দিয়ে বন্ধ হয়ে যায় দেশের সব ধরণের ক্রিকেট। এরপর বিসিবি দুটি ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে ক্রিকেট মাঠে ফেরালেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন করতে পারেনি। এবার সেটা পুনরায় আয়োজন করা হলেও সেটা করা হচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...