Social Media

Light
Dark

আইপিএল বনাম আন্তর্জাতিক ক্রিকেট ইস্যুতে পিএসএল টানলেন শান্ত!

পাশের দেশ ভারত যখন ব্যস্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বাংলাদেশ তখন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ের। তবে প্রতিবেশী দুই দেশে অনুষ্ঠিত দুই টুর্নামেন্টে ছিল আকাশপাতাল পার্থক্য। বিশেষ করে আইপিএলে রান বন্যা চোখে পড়েছে সবার, অন্যদিকে বাংলাদেশের ম্যাচ গুলোতে ছিল লো স্কোরিং থ্রিলার।

ads

অবশ্য এসব বিষয়ে একদমই মাথা ঘামাতে চান না টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএলের তুলনা করা অযৌক্তিক। সেজন্য পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদাহরণও টেনে এনেছেন তিনি।

এই বাঁ-হাতি বলেন, ‘আপনি আন্তর্জাতিক ক্রিকেটের সাথে কোনভাবেই আইপিএলকে মেলাতে পারেন না। এমনকি গত বছর পিএসএলে অনেকবার দুইশর বেশি রান হয়েছে, ২৫০ রানও হয়েছিল। কিন্তু আমি মনে করি একটা দল ১৬০ এর বেশি, সেটা হতে পারে ১৭৫-১৮০ বা ২০০, করতে পারলেই আন্তর্জাতিক পর্যায়ে ভাল সংগ্রহ হবে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মত রান এখানে দেখবেন না।’

ads

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরেই এখন পরিকল্পনা আঁটছে দলগুলো। তাই তো সবার ভাবনার বিষয় এখন আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের উইকেট কেমন হবে সেটাই। ব্যতিক্রম নন নাজমুল শান্তও, তিনি জানান বিশ্বকাপের উইকেট মোটেই ফ্ল্যাট হবে না। বরং ব্যাটে বলে সমানভাবে দ্বৈরথ হবে।

এই তারকা বলেন, ‘বিশ্বকাপেও আমরা একই রকম স্কোর দেখব, ভালো উইকেটে স্কোর হবে ১৬০-১৮০ এর কাছাকাছি। বোলারদের সেই স্কোর ডিফেন্ড করতে হবে বা ব্যাটারদের তাড়া করতে হবে। আমি মনে করি না আইপিএলের সঙ্গে এই পর্যায়ের ম্যাচ তুলনা করাটা কোনোভাবে যৌক্তিক।’

এখন দেখার বিষয়, টাইগার অধিনায়কের কথা কতটুকু মেলে। তাছাড়া এসব কি বুঝেশুনে বলেছেন তিনি নাকি নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সেটিও স্পষ্ট হবে তখন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link