Social Media

Light
Dark

শোয়েব মালিকের নতুন জীবনসঙ্গী, কে এই সানা জাভেদ?

শোয়েব মালিক আর সানিয়া মির্জার সম্পর্ক ভেঙে যাওয়ার খবর কিংবা গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। তবে দীর্ঘ দিন ধরে আটকে থাকা সেই গুঞ্জনের মধ্যেই বিয়ের খবর জানালেন শোয়েব। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন পাকিস্তানি এ অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ খরব নিশ্চিত করেছেন তিনি।

ads

ফেসবুক ও ইন্সটাগ্রামে সানা জাভেদের বিয়ের সাজে ছবি দিয়ে শোয়েব মালিক কুরআনের একটি আয়াত উল্লেখ করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

বিয়ের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ নব দম্পতিকে ঘুরে। তবে শোয়েব মালিক আগে থেকেই জনপ্রিয় হওয়ায় সিংহভাগ মানুষের কৌতূহল তৈরি হয়েছে অচেনা সানা জাভেদকে নিয়ে।

ads

বিশ্বজুড়ে না হলেও সমগ্র পাকিস্তানে অবশ্য সানা জাভেদেরও রয়েছে খ্যাতি ও জনপ্রিয়তা। ২০১২ সালে ‘শেহর-ই-যাত’ সিরিয়াল দিয়ে অভিনয় দুনিয়ায় প্রবেশ করেন তিনি। যে সিরিয়ালে অভিনয় করেছিলেন পাকিস্তানের আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খানও।

এরপর ‘খানি’ নাটক দিয়ে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর জন্য মনোনীত হয়েছিলেন সানা জাভেদ। এ ছাড়া ক্যারিয়ার জুড়ে ‘রুসাই’, ‘ডাঙ্ক’, ‘সুকন’সহ অসংখ্য নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

২০২০ সালে পাকিস্তানের তারকা সঙ্গীতশিল্পী উমর জশওয়ালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানা জাভেদ। তবে গত বছরের নভেম্বরে ছাড়াছাড়ি হয়ে যায় তাদের। তবে সানার দ্বিতীয় বিয়ে হলেও শোয়েব মালিকের আবার এটি তৃতীয় বিয়ে।

টেনিস তারকা সানিয়া মির্জার আগে আরো একটি বিয়ে করেছিলেন তিনি। পাকিস্তানি এ ক্রিকেটারের প্রথম স্ত্রী আয়েশার সাথে ডিভোর্স হওয়ার পর ২০১০ সালে সানিয়া মির্জাকে বিয়ে করেন তিনি।

২০১৮ সালে তাদের ঘরে আলো করে আসে প্রথম সন্তান ইজহান । এক যুগ ধরে বেশ সুখেই সংসার করছিলেন তারা। তবে হঠাতই ২০১৮ সালের পর ডিভোর্সের গুঞ্জন ওঠে এ তারকা দম্পতিকে ঘিরে।

যদিও কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। উল্টো এ গুঞ্জনের মাঝেই এ দম্পতিকে একসাথে দেখা গিয়েছে বেশ ক’বার। মাস দুয়েক আগে সানিয়া মির্জার জন্মদিনে উইশও করেছিলেন শোয়েব মালিক।

তবে অবশেষে গুঞ্জন সত্যি হল। নতুন করে আবার বিয়ের পিঁড়িতে বসলেন এ অলরাউন্ডার। যদিও সানিয়া মির্জার সাথে তাঁর ডিভোর্স হয়েছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। শোয়েব মালিকের নতুন এ বিয়ে নিয়ে সানিয়া মির্জারও কোনো মন্তব্য এখনও শোনা যায়নি।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link