কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকায় নেই শ্রেয়াস আইয়ার। এ খবরে ভারতের ক্রিকেট মহলে বেশ সাড়া পড়ে গেছে। কেকেআরকে আইপিএল শিরোপা জেতানো এই অধিনায়ক দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাই তার দল ছাড়ার সিদ্ধান্ত অনেকের কাছেই চমকপ্রদ। কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন যে শ্রেয়াস ছিলেন তাদের তালিকার প্রথম নাম, কিন্তু পরিস্থিতি সবসময় ইচ্ছামতো হয় না।
মাইসোর বলেন, ‘শ্রেয়াস আমাদের রিটেনশনের প্রথম পছন্দ ছিল। তবে রিটেনশনের বিষয়টা শুধু ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্ত নয়; এখানে খেলোয়াড়ের ইচ্ছাটাও বড় ভূমিকা রাখে। আমরা তাকে ২০২২ সালে অধিনায়ক হিসেবেই নিয়েছিলাম।’
মাইসোর আরও বলেন, ‘আমাদের কাছে খেলোয়াড়দের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতাটা জরুরি। যদি কেউ নিলামের মাধ্যমে নিজের বাজারমূল্য বুঝতে চায়, সেটা আমরা সমর্থন করি। শ্রেয়াসও তাই করতে চাইছে এবং আমরাও তার পাশে আছি।’
এই সিদ্ধান্তের ফলে আইপিএল ২০২৫-এর নিলামে বেশ উত্তেজনা যোগ হয়েছে, কারণ তিনজন অধিনায়ক—শ্রেয়াস আইয়ার, ঋষাভ পান্ত, এবং লোকেশ রাহুল—এবার নিলামের মঞ্চে ফিরতে চলেছেন। এছাড়াও, রাজস্থান রয়্যালস তাদের ‘স্টার প্লেয়ার’ জস বাটলারকে ছেড়ে দিয়েছে, যা অধিনায়কের দৌড়ে নতুন বিকল্প তৈরি করছে।
রিটেনশনের দিক থেকে এবার হেনরিখ ক্লাসেন সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড গড়েছেন, ২৩ কোটি রুপিতে তাকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারপরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরাট কোহলি ও লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান, দুজনই ২১ কোটিতে রুপিতে স্ব স্ব দলে থেকে গেছেন।
এমন সব ঘটনার মধ্যে দিয়ে এবারের আইপিএল নিলাম দারুণ উত্তেজনাপূর্ণ হতে চলেছে, এবং ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এই নাটকীয় গল্পের পরবর্তী পর্ব দেখার জন্য।