সীমাহীন আকাশের সুর্য

আকাশের তো কোনো নির্দিষ্ট সীমা নেই। আকাশ কোনো সীমানা নয়, ওটাই বেঞ্চমার্ক। সামনে এগোতে থাকলে এখান থেকে অনেক উপরে যাওয়া সম্ভব।

সুরিয়াকুমার যাদব ও রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। সুরিয়ার ৬২ রানের দুর্দান্ত এক ইনিংসই অবশ্য দলকে জয়ের ভীত গড়ে দেয়। সুরিয়া-রোহিতরা ফিরলে ম্যাচে কামব্যাক করে নিউজিল্যান্ড। শেষ ওভারে ভারতের দরকার ছিলো ১০ রান। ঋষাভ পান্ত-ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে শ্বাসরুদ্ধকর এই জয় তুলে নেয় ভারত।

ম্যাচ সেরার পুরষ্কারটা জেতেন দলের পক্ষে সর্বোচ্চ রান করা সুরিয়া। স্ত্রীর জন্মদিনে ম্যাচ সেরা হয়ে পুরস্কারটাও উৎসর্গ করলেন নিজের প্রিয় মানুষকে। একই সাথে জানালেন মাঠের খেলায় সবকিছুই নিজের পক্ষে থাকায় বেশ উচ্ছ্বসিত এই ব্যাটার।

সুরিয়া বলেন, ‘আকাশের তো কোনো নির্দিষ্ট সীমা নেই। আকাশ কোনো সীমানা নয়, ওটাই বেঞ্চমার্ক। সামনে এগোতে থাকলে এখান থেকে অনেক উপরে যাওয়া সম্ভব। ভালো লাগছে যেভাবে মাঠের সবকিছুই আমার পক্ষে যাচ্ছে। এভাবেই ব্যাট করতে চাই, যেভাবে আমি নেটে অনুশীলন করি। আমি মনে করি নিউজিল্যান্ড ভালো প্রস্তুতি নিয়েছে। তারা আমাকে কভার ড্রাইভ খেলার সুযোগই দেয়নি! তাই আমাকে ভিন্ন শটস খেলতে হয়েছে। মিশেল স্যান্টনারকেও খেলেছি। আমি এবং রোহিত দু’জনে মিলেই সব সিদ্ধান্ত নিয়েছি। তবে ম্যাচ শেষ করে আসতে না পারায় হতাশ। আমার স্ত্রীর জন্মদিন আজকে তাই এই ম্যাচ সেরার পুরস্কার তাঁকেই উৎসর্গ করতে চাই।’

জয়পুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মার্টিন গাপটিলের ৭০ ও মার্ক চাপম্যানের ৬৩ রানের অসাধারণ ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দারুন শুরু পরেও শেষদিকে ভারতীয় বোলারদের দাপটে বড় সংগ্রহ করতে পারেনি ব্ল্যাকক্যাপসরা।

জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রোহিত শর্মা ও সুরিয়া কুমার যাদবের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয়ের পথে এগোতে থাকে ভার‍ত। তবে শেষদিকে সুরিয়া ও রোহিত আউট হলে হটাৎ চুপসে যার স্বাগতিকরা। সহজ ম্যাচ কঠিন করেই শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ক্যারিয়ারের মাত্র নবম টি-টোয়েন্টি খেলার পথে তৃতীয় অর্ধশতকের দেখা পান সুরিয়া। ৪০ বলে ৩ ছয় ও ৬ চারে ৬২ রানের এক ম্যাচজয়ী এই ইনিংস উপহার দেন দলকে।

হেড কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচেই জয়ের মুখ দেখলেন রাহুল দ্রাবিড়। ১৯ নভেম্বর (শুক্রবার) তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। জিতলে সিরিজ ভারতের, অপরদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া থাকবে ব্ল্যাকক্যাপরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...