নিলামঘরের সেরা চাল

প্রতিটি দলই মোটামুটি দারুণ দল বানিয়েছে। দলগুলো তাঁদের নিজস্ব পরিকল্পনায় থেকে তাঁদের পছন্দের ক্রিকেটারদের বেঁছে নিয়েছে। তবুও এই নিলামের কিছু কেনা দারুণ ভাবে সবার নজর কেড়েছে। বলা যায় এই মেগা নিলামে সবচেয়ে স্মার্ট কেনা এগুলো। আইপিএল মেগা নিলামের সেই স্মার্ট বাই গুলো নিয়েই এই তালিকা।

দুই দিনের মেগা অকশন। বিশ্বের সেরাসব ক্রিকেটারদের তোলা হলো নিলামে। দুইদিন ব্যাপী চলা এই কর্মযজ্ঞে বিক্রি হয়েছেন ২০৪ জন ক্রিকেটার। দলগুলো খরচ করেছে মোট ৫৫১ কোটি রূপি। ফলে নিলাম থেকেই যে আইপিএল জমে গেছে তা বলার অপেক্ষা রাখেনা।

প্রতিটি দলই মোটামুটি দারুণ দল বানিয়েছে। দলগুলো তাঁদের নিজস্ব পরিকল্পনায় থেকে তাঁদের পছন্দের ক্রিকেটারদের বেঁছে নিয়েছে। তবুও এই নিলামের কিছু কেনা দারুণ ভাবে সবার নজর কেড়েছে। বলা যায় এই মেগা নিলামে সবচেয়ে স্মার্ট কেনা এগুলো। আইপিএল মেগা নিলামের সেই স্মার্ট বাই গুলো নিয়েই এই তালিকা।

  • শ্রেয়াস আইয়ার (কলকাতা নাইট রাইডার্স)

চড়া দামে মুম্বাইয়ের এই ব্যাটারকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে বেশ কাড়াকাড়ি করেই এই ব্যাটসম্যানকে দলে পেয়েছে কলকাতা। শ্রেয়ার আইয়ারকে ফ্র্যাঞ্চাইজিটি পেয়েছে ১২.২৫ কোটি রূপি খরচ করে। নিলামে দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের সাথে লড়াই করেই এই ক্রিকেটারকে দলে পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ওদিকে শ্রেয়াস আইয়ার শুধু দারুণ একজন মিডল অর্ডার ব্যাটসম্যানই নন বরং অধিনায়ক হিসেবেও তিনি যেকোন দলের পছন্দ হতে পারেন। এছাড়া কলকাতা গত আসরে অধিনায়ক নিয়ে বেশ ভুগেছে। ফলে এবার শ্রেয়াস আইয়ার তাঁদের জন্য বেশ দারুণ একটা প্যাকেজ।

  • ডেওয়াল্ড ব্রেভিস ( মুম্বাই ইন্ডিয়ান্স)

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ থেকেই সরাসরি আইপিএলে চলে এলেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। কিছুদিন আগেই যুব বিশ্বকাপে দারুণ ব্যাটিং করেছেন। বিশেষ করে তাঁর ব্যাটিং এর সাথে এবি ডি ভিলিয়ার্সের আছে দারুণ মিল। ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান বিশ্বকাপে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

দারুণ প্রতিভাবান এই ব্যাটসম্যানকে মুম্বাই ইন্ডিয়ান্স কিনে নিয়েছে তিন কোটি রূপিতে। তিন বছর মেয়াদে এই ক্রিকেটারকে দল পেল মুম্বাই। ফলে ভবিষ্যতে মুম্বাইয়ের জন্য বড় অস্ত্র হয়ে উঠতে পারেন ব্রেভিস।

  • কাগিসো রাবাদা (পাঞ্জাব কিংস)

এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন কাগিসো রবাদা। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে দারুণ কার্যকর এই পেসার। এছাড়া ৫০ আইপিএল ম্যাচে এই বোলারের ঝুলিতে আছে ৭৬ উইকেট। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের আইপিএল যাত্রা শুরু করেছিলেন এই পেসার।

প্রোটিয়া এই পেসারকে এবার পাঞ্জাব কিংস দলে ভিড়িয়েছে ২.২৫ কোটি রূপিতে। ফলে পাঞ্জবের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে দেখা যাবে এবার দক্ষিণ আফ্রিকার এই পেসারকে।

  • মিচেল মার্শ ( দিল্লী ক্যাপিটালস)

গত বছর দুয়েক ধরেই ব্যাট হাতে দারুণ ফর্মে আছে অজি এই ব্যাটসম্যান। ২০২০ সালে ২০ টি টি-টোয়েন্টি ইনিংস খেলে এই ব্যাটসম্যান করেছিলেন ৬২৭ রান। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও অজিদের জয়ের নায়ক ছিলেন মিচেল মার্শ।

গতবছর অবশ্য ইনজুরির কারণে আইপিএলের মাঝপথ থেকে ছিটকে গিয়েছিলেন। ওদিকে দিল্লি ক্যাপিটালস এবার এই অজি ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে। মিচেল মার্শের জন্য তাঁরা খরচ করেছে ৬.৫ কোটি রূপি।

  • হার্শাল প্যাটেল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু)

২০২১ সালে অবিশ্বাস্য এক আইপিএল মৌসুম কাটিয়েছেন হারিয়ানার এই পেসার। গতবছর তিনি আসর শেষ করেছিলেন মোট ৩২ টি উইকেট নিয়ে। ২০১৩ সালে চেন্নাইয়ের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর কীর্তি ভেঙেছিলেন এই পেসার।

স্বাভাবিক ভাবেই এবারো এই পেসারকে হাতছাড়া করেনি ব্যাঙ্গালুরু। এইবার প্যাটেলকে নিতে চেন্নাই ও পাঞ্জাবের সাথে নিলামে লড়াই করতে হয়েছিল বেঙ্গালুরুকে। শেষ পর্যন্ত ১০.৭৫ কোটি রূপিতে এই পেসারকে দলে নিয়েছে আরসিবি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...