২০২৭ বিশ্বকাপে চোখ সোহানের

পুরনো কথা ভুলে নতুন করে শুরু করতে চান এই ডানহাতি, ২০২৭ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুত করছেন নিজেকে।

ওয়ানডেতে সাত ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন; ব্যাট করেছেন পাঁচ ইনিংসে। আহামরি পারফর্ম করতে না পারলেও সুযোগ কখনোই হাতছাড়া করেননি নুরুল হাসান সোহান। নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মত অপরিচিত কন্ডিশনে খেলেও তাঁর ব্যাটিং ৮২.৫, স্ট্রাইক রেট প্রায় ৯৫; সোহানের ছোট কিন্তু ম্যাচ জেতানো এমন ইনিংসও রয়েছে একাধিক ম্যাচে।

কিন্তু প্রিয় এই ফরম্যাটে কখনোই নিয়মিত সুযোগ পাননি এই উইকেটকিপার। ছিলেন না ২০২৩ বিশ্বকাপের পরিকল্পনাতেও, অথচ সাত নম্বরে তিনিও হতে পারতেন যোগ্য একজন। তবে পুরনো কথা ভুলে নতুন করে শুরু করতে চান এই ডানহাতি, ২০২৭ বিশ্বকাপে খেলার লক্ষ্য নিয়ে প্রস্তুত করছেন নিজেকে।

তিনি বলেন, ‘ওয়ানডে বিশ্বকাপে খেলাটা স্বপ্ন। আমি দুইতিনটা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছি কিন্তু এখনো ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি। যেভাবে বিশ্বকাপে খেলা যায় সেভাবেই নিজেকে তৈরি করতে পারব বলে আশা করছি। আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করার চেষ্টা করছি যাতে আমি ২০২৭ বিশ্বকাপে দলে থাকতে পারি।’

এই মিডল অর্ডার ব্যাটার আরো যোগ করেন, ‘ক্রিকেটার হিসেবে বিশ্ব মঞ্চে যাওয়ার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করতে হবে আমি তাই করছি। আগামী দিনগুলোত আরো কঠোর পরিশ্রম করতে চাই যাতে আমি আমার শতভাগ দিতে পারি।’

এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে ছয় বা সাত নম্বরেই খেলেছেন সোহান। ব্যাটিং অর্ডারে নিচের দিকে নামায় ফিনিশিংয়ের দায়িত্ব বেশি বর্তায় তাঁর কাঁধে। তবে ঘরোয়া ক্রিকেটে অধিকাংশ সময়েই তিনি খেলেন মিডল অর্ডারে। তাই তো জাতীয় দলেও শুধু ফিনিশার বা স্লগার পরিচয়ে নিজেকে আটকে রাখতে চান না এই তারকা।

তিনি বলেন, ‘আমি স্লগার হতে চাই না। আমি একজন প্রোপার ব্যাটার হতে চাই। আমি যখন ঘরোয়াতে খেলি তখন ফিনিশিং বা ইনিংস বিল্ডআপের সময় থাকে। তাই দলের প্রয়োজনে আমি যেকোনো পরিস্থিতিতে খেলতে প্রস্তুত আছি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...