টি-টোয়েন্টি বিশ্বকাপ আমিরাত ও ওমানে

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মোট চারটি ভেন্যুতে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ (২৯ জুন) নিশ্চিত করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে। করোনা পরিস্থিতির অবনতি হওয়াতে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত না হলেও আয়োজক হিসাবে ভারতই থাকবে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই বিষয়টি নিশ্চিত করেছে। ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের মোট চারটি ভেন্যুতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু গুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও শারজাহ স্টেডিয়াম এবং ওমান অ্যাকাডেমি গ্রাউন্ড। বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর এবং শেষ হবে ১৪ নভেম্বর।

আট দলের কোয়ালিফায়ারের প্রথম রাউন্ড ওমান ও আরব আমিরাত মিলিয়ে অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ারের অংশ নেয়া আট দলের চারটি দল মূল পর্বে অংশ নেবে। আর মূল পর্বে সরাসরি অংশ নেবে আট দল। মোট ১২ দল খেলবে বিশ্বকাপের মূল পর্বে। কোয়ালিফায়ারের অংশ নেওয়া আট দল হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস জানিয়েছেন তারা ভারতে বিশ্বকাপ আয়োজন করতে না পেরে হতাশ। আর বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন বিশ্বকাপ ভারতে না হলেও তারা চেষ্টা করবেন দারুণ একটি বিশ্বকাপ আয়োজন করার।

জিওফ অ্যালারডাইস বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ নিরাপদে আয়োজন করা। তবে ভারতে এই আয়োজন করতে না পেরে আমরা হতাশ। আমারা এমন আয়োজক খুঁজেছি যারা এর আগে বহুজাতিক টুর্নামেন্ট বায়ো বাবল নিশ্চিত করে আয়োজন করেছে। আমরা বিসিসিআই, এমিরেটস ক্রিকেট বোর্ড ও ওমান ক্রিকেটের সঙ্গে কাজ করব দারুণ একটা ক্রিকেট লড়াই উপহার দিতে।’

জয় শাহ বলেন, ‘বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে আয়োজন করে মানুষকে লম্বা সময় পর আনন্দের উপলক্ষ এনে দিতে সব সময় চেষ্টা করেছে। কিন্তু চলমান করোনা পরিস্থিতিতে সবার স্বাস্থ্যগত নিরাপত্তা ঝুঁকিতে পড়ত। বিসিসিআই এই টুর্নামেন্টের আয়োজক থাকবে যদিও এই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে।’

সৌরভ গাঙ্গুলি বলেন, ‘বিসিসিআই সংযুক্ত আরব আমিরাত ও ওমান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে। ভারতে এটা আয়োজন করতে পারলে আমরা খুশি হতাম। তবে চলমান করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। বিসিসিআই আয়োজক হিসাবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে ক্রিকেটের দারুণ প্রদর্শনী করতে চায়।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...