আবার ব্যাট হাতে স্লথ তামিম

এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল খান। ললিতপুর প্যাট্রিয়টসের দেওয়া ১৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে ব্যাটিং করে ১৬ বলে ১৪ রান করে আউট হয়ে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমের ইনিংসে ছিল তিনটি চারের মার।

এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তামিম ইকবাল খান। ললিতপুর প্যাট্রিয়টসের দেওয়া ১৭৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধীরগতিতে ব্যাটিং করে ১৬ বলে ১৪ রান করে আউট হয়ে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তামিমের ইনিংসে ছিল তিনটি চারের মার।

ইনিংসের পঞ্চম ওভারে রিজান ধাকালের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম। গতকাল প্রথম ম্যাচে ১৩ বলে ১২ রান করেছিলেন এই ওপেনার। গতকাল তামিম ব্যর্থ হলেও ৯০ রান তাড়া করতে নেমে উপুল থারাঙ্গার ব্যাটে সহজ জয় পেয়েছিল ভাইরাহাওয়া। আজও ব্যাট হাতে দারুণ এক ইনিংস খেলেছেন এই লঙ্কান ব্যাটসম্যান।

দারুণ ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি তিনি। তবে তাঁর ইনিংসে ভর করেই ললিতপুর প্যাট্রিয়টসের আজকের ম্যাচটি ড্র করেছে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। টি-টোয়েন্টিতে ম্যাচ ড্র হলে সুপার ওভারের নিয়ম থাকলেও আলোকস্বল্পতার কারণে এই ম্যাচে সুপার ওভার অনুষ্ঠিত হয়নি।

ইনিংসের শেষ পর্যন্ত উইকেটে থেকে থারাঙ্গা অপরাজিত থাকেন ৪৪ বলে ৬৭ রান করে। রান তাড়া করতে নেমে শুরুটাই ভালো হয়নি ভাইরাহাওয়ার। ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম উইকেট হারায় ভাইরাহাওয়া। দলীয় ২০ রানে ৮ বলে ২ রান করে ফিরে যান প্রদিপ আইয়ার।

এর পরের ওভারেই ফিরে যান তামিম। ২৮ রানে দুই ওপেনারের বিদায়ের পর রোহিত পাউডেল ৫ বলে ২ রান করে ফিরে গেলে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভাইরাহাওয়া। এরপর চতুর্থ উইকেটে থারাঙ্গা ও আরিফ শেখের ৮৪ রানের জুটিতে ম্যাচে ফেরে ভাইরাহাওয়া। ২৮ বলে ২৮ রান করে আরিফ ফিরে গেলে ভাঙে এই জুটি।

এই জুটি ভাঙার পর উইকেটে কুশাল মাল্লা উইকেটে এসে ঝড় তুলেও জয় নিশ্চিত করতে পারেননি তিনি। ১৯ বলে ৩৫ রান আসে মাল্লার ব্যাট থেকে। শেষ ওভারে জয়ের জন্য ১৮ রান প্রয়োজন হয় ভাইরাহাওয়ার। থারাঙ্গার দারুণ ব্যাটিংয়ে ঐ ওভার থেকে ১৭ রান আসলে ম্যাচ ড্র হয়। ললিতপুরের পক্ষে তিনটি উইকেট শিকার করেন রশিদ খান।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে ললিতপুর প্যাট্রিয়টস। দলের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন সান্দুন ওয়ারকাদয়। এছাড়া ওসাদা ফার্নান্দো ১৯ বলে ২০, সন্দীপ জোরা ২৫ বলে ৩৮ এবং আজমতউল্লাহ ওমরাজাই করেন ২২ বলে ৪২ রান।

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের পক্ষে দুটি উইকেট শিকার করেন অবিনাশ ভোহরা। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ধামিকা প্রাসাদ, কৃঞ্চা কার্কি ও আরিফ শেখ। দুর্গেশ গুপ্ত কোন উইকেট না পেলেও চার ওভারে দিয়েছেন মাত্র ২২ রান।

  • সংক্ষিপ্ত স্কোর

ললিতপুর প্যাট্রিয়টস: ১৭৭/৭ (ওভার: ২০; ওয়ারকাদয়- ৫৮, ফার্নান্দো- ২০, সন্দীপ- ৩৮, আজমতউল্লাহ- ৪২) (ভোহরা- ৪-০-৪৭-২, আরিফ- ১-০-৭-১, প্রাসাদ- ৪-০-৩০-১)

ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স: ১৭৭/৫ (ওভার: ২০; প্রদিপ- ২, তামিম- ১৪, রোহিত- ২, থারাঙ্গা- ৬৭*, আরিফ- ২৮, মোল্লা- ৩৫) (রশিদ- ৪-০-৩৪-৩, ধাকাল- ৪-০-১৭-২)

ফলাফল: ম্যাচ টাই

ম্যাচ সেরা: উপুল থারাঙ্গা (ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স)

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...