বিতর্ক ছাপিয়ে তামিমের ফিফটি

দেশসেরা ওপেনারের ঠিক যেভাবে জন্মদিনটি পালন করবার কথা, সেভাবেই করলেন বাঁ-হাতি এই ওপেনার।

বিতর্কের সাথে সাম্প্রতিক সময়ে জড়িয়ে আছেন তামিম ইকবাল খান। তবে সেসবকে পাশে রেখে নিজের জন্মদিনটা ব্যাট হাতেই উদযাপন করলেন তিনি। দেশসেরা ওপেনারের ঠিক যেভাবে জন্মদিনটি পালন করবার কথা, সেভাবেই করলেন বা-হাতি এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে প্রথম ফিফটির দেখা পেলেন তামিম।

এই তো কিছুদিন আগে তিনি জিতে নিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা। সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরষ্কারও। শিরোপা উৎসবের পর বিরতি নিয়ে আবারও মাঠে ফিরেছিলেন তিনি। তবে ব্যাটে হুট করেই যেন রান হারিয়ে যায়।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোনভাবেই যেন সুবিধা করতে পারছিলেন না। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে প্রথম তিন ম্যাচে নিষ্প্রভই ছিলেন তামিম। তবে চতুর্থ ম্যাচে এসেই তিনি ঠিকই ফিরলেন রানের ধারায়। ফিফটি তুলে নেন তিনি রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে।

সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক খেলতে নামে রুপগঞ্জের বিপক্ষে। খেলা মাঠে গড়াতে সময় ব্যয় হয় অনেকটাই। আগের দিনের বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত করতে সময় লাগায় ম্যাচ শুরু হয় বেশ কালক্ষেপন করেই।

৩৪ ওভারে নেমে আসে ম্যাচের দৈর্ঘ্য। টস হেরে প্রথমে ব্যাট করে ৩১ ওভারের মাঝেই নিজেদের সবক’টি উইকেট হারিয়ে ফেলে রুপগঞ্জ। সর্বসাকুল্যে ১৩২ রান নিতে সক্ষম হয় দলটি। জবাবে ব্যাট করতে নেমে বেশ রয়েসয়েই খেলেছেন তামিম ইকবাল খান। সাথে সঙ্গী হিসেবে ছিলেন ধারাবাহিকভাবে দারুণ খেলতে থাকা পারভেজ হোসেন ইমন।

দুই জনে দেখেশুনে খেলে গড়ে ফেলেন লম্বা এক জুটি। ১১৮ রান আসে প্রাইম ব্যাংকের ওপেনিং জুটি থেকেই। তামিম যে জুটির অধিকাংশ রান তোলেন। ৬৭ রানের এক কার্যকর ইনিংস খেলে বিদায় নেন তামিম ইকবাল। ৭৮ বলের এই ইনিংসটিতে দুইটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে।

তাছাড়া ছয়টি চারও মেরেছেন বা-হাতি এই ব্যাটার। তামিমের নেতৃত্বে নিজেদের চতুর্থ জয় তুলে নেয় প্রাইম ব্যাংক। চার ম্যাচে টানা চার জয়। তামিমের অধিনায়কত্বে টুর্নামেন্টে ভাল করছিল দল- তাতে ছিল না সংশয়। তবে আফসোস ছিল স্রেফ তার ব্যাটে রানখরা।

তবে কালবৈশাখীর বর্ষণের পর তামিমের ব্যাটেও শুরু হয়েছে রানের বৃষ্টি। তাতে করে স্বস্তিই ছড়িয়েছে প্রাইম ব্যাংকের শিবিরে। শিরোপা জয়ের  দিকেই এখন মনোযোগ দেবে প্রাইম ব্যাংক। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরতে না চাওয় তামিম, মনোযোগ দেবেন তার ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারে। ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানকেও একটু হৃষ্টপুষ্টই হয়ত করতে চাইবেন তিনি। ৩৬ তম জন্মদিনে সে ব্রতই হয়ত নিয়েছেন তামিম।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...