জোট বেঁধে লড়বেন তামিম-রিয়াদ

বাঁধার নাম ইনজুরি। এর জন্য এশিয়া কাপ খেলা হবে না তামিম ইকবালের। তবে, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাঁকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম অবশ্য সেরে উঠে ফিটনেস ফিরে পেতে মাস খানেক সময় পাচ্ছেন।

বাঁধা নাম ইনজুরি। এর জন্য এশিয়া কাপ খেলা হবে না তামিম ইকবালের। তবে, নিউজিল্যান্ড সিরিজের জন্য তাঁকে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম অবশ্য সেরে উঠে ফিটনেস ফিরে পেতে মাস খানেক সময় পাচ্ছেন।

তামিমের পুনর্বাসন পক্রিয়া চলছে জোরেশোরে। দুই-একদিনের মধ্যে ব্যাটও হাতে নিয়ে ফেলবেন। বাংলাদেশের জন্য ওপেনার তামিমের ফেরাকে জরুরী মানছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘তামিম অনেক চেষ্টা করছে ফিরে আসার জন্য। আমার মনে হয়, সময়ের আগেই ফিরে আসবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে, নিউজিল্যান্ড সিরিজেই হয়তো ওকে আমরা পাবো। কারণ, বিশ্বকাপের জন্য তামিমকে আমাদের ভীষণ দরকার। তামিমের অভিজ্ঞতা ও পারফর্ম্যান্স আমাদের ভালো করার জন্য অনেক দরকার। তামিম যেভাবে পরিশ্রম করছেন, যেভাবে নিজেকে সময় দিচ্ছেন আমার মনে হয় তিনি সময়ের আগেই ফিরে আসবে।’

রবিবার থেকে বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে বিসিবি। সেখানে থাকবেন আট ক্রিকেটার। জায়গা হয়েছে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের। বাকিরা হলেন, তাইজুল ইসলাম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ এবং জাকির হাসান। এই ক্যাম্পের দেখভাল করবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

বলা যায়, তামিমকে ফেরানোর জন্য চেষ্টার কোনো কমতি নেই বিসিবির। সুমন মনে করেন, বিশ্বকাপে তামিমকে পাওয়া বাংলাদেশের জন্য খুবই জরুরী। আর হাতে সময়ও আছে।

তিনি বলেন, ‘আমাদের হাতে সময় আছে এখনো, দেখুন বিশ্বকাপ অক্টোবর মাসে। তার আগে কিন্তু বেশ যথেষ্ট সময় পাচ্ছেন এবং নিউজিল্যান্ড আসার আগে আমি আশাবাদী ঠিক হয়ে যাবে। হয়তো কিছুটা ছোটখাটো চোট থাকবে, সেটা তামিম ভালো জানেন। তার ব্যাপারে তিনিই সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যা বলছিলাম, সুস্থ তামিমকে, ফিট তামিমকে আমাদের ভীষণ দরকার। তাঁর পারফর্ম্যান্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ হবে বিশ্বকাপের ভালো করার ক্ষেত্রে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...