বিশ্বকাপ খেলবেন না তামিম

তামিম জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে আলোচনা করেই এমন সিদ্বান্ত নিয়েছেন তিনি। অভিজ্ঞ এই ওপেনার মনে করছেন তাঁর অনুপস্থিতিতে এই সময় যারা খেলেছেন বিশ্বকাপেও তাঁদেরই খেলা উচিত।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আগ্রহী নন তামিম ইকবাল খান। দীর্ঘ দিন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকার কারণেই নিজকে বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছেন অভিজ্ঞ এই ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম।

তামিম জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর সাথে আলোচনা করেই এমন সিদ্বান্ত নিয়েছেন তিনি। অভিজ্ঞ এই ওপেনার মনে করছেন তাঁর অনুপস্থিতিতে এই সময় যারা খেলেছেন বিশ্বকাপেও তাদেরই খেলা উচিত।

তিনি বলেন, ‘একটা ঘোষণা ছিলো, আমি কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই ও প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছিলাম। ওনাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছি। যেটা শেয়ার করতে চাই আপনাদের সাথেও। আমি ওনাদের বলেছি যে আমার বিশ্বকাপ খেলা উচিত না। আমি বিশ্বকাপ খেলতে চাই না।’

তামিম তাঁর সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘এটার দুই তিনটা কারণ রয়েছে। প্রথম কারণ হলো আমি এই ফরম্যাটটা খেলছি না অনেক দিন ধরে। দ্বিতীয় কারণ চোট। তবে চোট বড় সমস্য না। আশা করি বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাবো। কিন্তু প্রধান কারণটা হলো আমি শেষ ১৫-১৬ টা টি-টোয়েন্টি খেলি নাই। আমার জায়গাতে যারা খেলছে আমি মনে করি কোন ভাবেই উচিত হবে না তাদের জায়গাতে খেলা। হঠাৎ করে এসে ওদের জায়গা নেওয়াটা উচিত না। তাই বিশ্বকাপটা আমার খেলা হচ্ছে না। আমি আরো একটা বিষয় পরিস্কার করে দেই আমি কিন্তু টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি না। এই সিরিজ ও বিশ্বকাপের জন্য শুভ কামনা রইলো। এটাই।’

তামিম দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন গত বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর করোনার কারণে কিছু দিন বাংলাদেশ ক্রিকেটের বাইরে থাকলেও করোনা পরবর্তী নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেললেও পারিবারিক কারণে তামিম খেলেননি টি-টোয়েন্টি সিরিজে।

নিউজিল্যান্ড সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে ও জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেললেও চোটের কারণে তামিম খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজে। চলতি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না অভিজ্ঞ এই ওপেনার। তামিম নেই নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...