ক্রিকেটে স্লিপ ফিল্ডিং একটি শিল্পের মত। ক্রিকেটের বিখ্যাত সব চরিত্রকে আমরা নানা সময় এই ফিল্ডিং পজিশনটায় দেখেছি। এখানে ফিল্ডিং করার জন্য প্রয়োজন বাড়তি দক্ষতা, বাড়তি অনুশীলন। ব্যাট ও বল হাতে অনেক সেরা ক্রিকেটাররা স্লিপ ফিল্ডিং এ নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। স্লিপ ফিল্ডিংয়ের সেই বিশ্বস্ত হাতদের নিয়ে তাই একটি একাদশ করার চেষ্টা।
- মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন মার্ক ওয়াহ। বাইশ গজে তাঁর ব্যাটিং কারুকাজে ডুবে থাকতো গোটা ক্রিকেট বিশ্ব। এছাড়া ফিল্ডার হিসেবেও খ্যাতি ছিল তাঁর। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্লিপ ফিল্ডারদের একজন মার্ক ওয়াহ। টেস্ট ক্রিকেটে তিনি ১৮১ টি ক্যাচ ধরেছেন।
- মার্ক টেলর (অস্ট্রেলিয়া)
আমাদের একাদশের আরেক ওপেনার অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মার্ক টেলর। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্লপি ফিল্ডারদের একজন টেলর। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে একটি ট্রিপল সেঞ্চুরিও আছে। এছাড়া এই ফরম্যাটে তাঁর ক্যাচ সংখ্যা ১৫৭ টি।
- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার ও অধিনায়ক রিকি পন্টিং। ব্যাটসম্যান হিসেবেও বিশ্ব ক্রিকেটে সেরাদের একজন পন্টিং। টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটেই তাঁর ঝুলিতে আছে ১৩ হাজারের বেশি রান। পাশাপাশি স্লিপ ফিল্ডার হিসেবেও তিনি ছিলেন বিশ্বস্ত হাত। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে তিনি যথাক্রমে নিয়েছেন ১৯৬ ও ১৬০ টি ক্যাচ।
- রাহুল দ্রাবিড় (ভারত)
টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম ব্যাটসম্যানদের একজন রাহুল দ্রাবিড়। এই ফরম্যাটে ৫২.৬৪ গড়ে করেছেন ১৩২৮৮ রান। এদিকে স্লিপেও তিনি ছিলেন বিশ্বের সেরাদের একজন। অনিল কুম্বলের ঘুর্নি খাওয়া বল ব্যাটসম্যানকে ধোঁকা দিলেও তাঁর চোখকে কখনো এড়িয়ে যেতে পারতো না। টেস্ট ক্রিকেটে তিনি নিয়েছেন ২১০ টি ক্যাচ।
- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কা ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে প্রায় ২৫ হাজার রান। তবে এসব ছাপিয়ে স্লিপ ফিল্ডার হিসেবেও বেশ প্রশংসিত তিনি। মুত্তিয়া মুরালিধরণের বল গুলো ব্যাটসম্যানদের ব্যাটকে ছুঁয়ে এসে তাঁর হাতেই জমা হতো। এতখানি বাঁক খাওয়া বল হাতের মুঠোয় নেয়া মোটেই সহজ কাজ ছিল না। জয়াবর্ধনে তাঁর ক্যারিয়ারে মোট ৪৪০ টি ক্যাচ নিয়েছেন।
- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার দক্ষিণ আফ্রিকার এই তারকা। ব্যাট , বল দুই ডিপার্টমেন্টেই দক্ষিণ আফ্রিকার হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। টেস্ট, ওয়ানডে দুই ফরম্যাটেই তাঁর ঝুলিতে আছে ১০ হাজারের বেশি রান। এছাড়া বল হাতেও যথাক্রমে নিয়েছেন ২৯২ ও ২৭৩ উইকেট। আবার আফ্রিকার স্লিপ ফিল্ডার হিসেবেও তিনি ছিলেন সেরা। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে যথাক্রমে নিয়েছেন ২০০ ও ১৩১ টি ক্যাচ।
- বেন স্টোকস (ইংল্যান্ড)
এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস। ক্যারিয়ারের মাঝপথেই নিজেকে নিয়ে গিয়েছেন সেরাদের কাতারে। এখনই তাঁর ঝুলিতে আছে ১২৭ টি ক্যাচ।
- শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্পিনার অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে আছে ৭০৮ টি উইকেট। তাঁর লেগ স্পিনে দিশেহারা হয়েছে ক্রিকেটে নামী সব ব্যাটসম্যানরাও। এছাড়া স্লিপেও বেশ নির্ভরযোগ্য ছিলেন এই বোলার।
- ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)
ক্রিকেটে আরেক সেরা অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের এই স্পিন বোলিং অলরাউন্ডার দেশটি অন্যতম সফল ক্রিকেটার। ব্যাট, বল দুই ডিপার্টমেন্টেই দেশটি লম্বা সময় সার্ভিস দিয়েছেন। ওদিকে স্লিপেও বেশ কার্যকর ছিলেন তিনি।
- টিম সাউদি (নিউজিল্যান্ড)
বর্তমানে সময়ে নিউজিল্যান্ডের নির্ভরযোগ্য পেস বোলার টিম সাউদি। টেস্ট ক্রিকেটে এই পেসারের ঝুলিতে আছে ৩০৯ টি উইকেট। স্লিপ ফিল্ডার হিসেবেও বেশ নির্ভর যোগ্য এই পেসার। টেস্ট ক্রিকেটে এখন অবধি নিয়েছেন ৫৯ টি ক্যাচ।
- জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
টেস্ট ক্রিকেটে বিশ্বের সেরা পেসারদের একজন এন্ডারসন।৩৮ বছর বয়সী এই পেসার এখনো নিয়মিত খেলে যাচ্ছেন টেস্ট ক্রিকেট। এই ফরম্যাটে তাঁর ঝুলিতে আছে ৬১৭ টি উইকেট। ওদিকে এই ফরম্যাটে ৯৮ টি ক্যাচও নিয়েছেন তিনি।