ভবিষ্যৎ প্রজন্মের লড়াই

সাবেক দুই ক্রিকেটারের সন্তান একে অপরের মুখোমুখি হচ্ছে সেটা কিছুটা নতুন দৃশ্যই বলা চলে। সেই দৃশ্যই দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচে।

তারকা খেলোয়াড়দের সন্তানরা জন্মের পর থেকেই ‘স্টার কিড’ হিসেবেই সবার আগ্রহের কেন্দ্রে থাকেন। তারওপর যদি কোনো ক্রিকেটারের সন্তান ক্রিকেটে নিজের ক্যারিয়ার গড়েন তাহলে তো আগ্রহের কেন্দ্রে থাকেন তারা। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রড মার্শের দুই ছেলে শন মার্শ আর মিচেল মার্শ দাপটের সাথে খেলেছেন জাতীয় দলে।

তবে, সাবেক দুই ক্রিকেটারের সন্তান একে অপরের মুখোমুখি হচ্ছে সেটা কিছুটা নতুন দৃশ্যই বলা চলে। সেই দৃশ্যই দেখা গেলো ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিন আফ্রিকার আমন্ত্রিত একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল। টেস্ট ও ওয়ানডে ফরমেটে ওয়েস্ট ইন্ডিজের অনেক ব্যাটিং রেকর্ডই শিবের দখলে। গায়ানার এই ব্যাটারের টেস্টে রয়েছে প্রায় ১২ হাজার রান। ২৬৮ টি ওয়ানডে খেলে সাড়ে আট হাজারের বেশি রানও করেছেন শিব। তাঁরই ছেলে তেজনারায়ণ চন্দরপলও এখন ওয়েস্ট ইন্ডিজের লাল বলের ক্রিকেটের নিয়মিত মুখ।

কদিন আগেই ডাবল সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন। শিব আর তেজের আগে বাবা-ছেলে দুইজনেরই আন্তর্জাতিক ক্রিকেটে ডাবল সেঞ্চুরির রেকর্ড ছিলো শুধুমাত্র পাকিস্তানের হানিফ মোহাম্মদ ও তাঁর ছেলে শোয়েব মোহাম্মদের।

অন্যদিকে দক্ষিন আফ্রিকান সাবেক পেসার মাখায়া এন্টিনিও দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন দক্ষিন আফ্রিকান বোলিং আক্রমণকে। ১০১ টেস্টে ৩৯০ উইকেট নেয়া এন্টিনির ওয়ানডে ক্যারিয়ারেও রয়েছে ২৬৬ উইকেট।

তাঁরই ছেলে থান্ডো এন্টিনিও রয়েছেন জাতীয় দলে ডাক পাবার আশায়। দক্ষিন আফ্রিকার বয়স ভিত্তিক দল থেকে ধাপে ধাপে উঠে এসে এখন ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করছেন থান্ডো। যার ফলসরূপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্ততি ম্যাচের জন্য দক্ষিন আফ্রিকার একাদশে ডাক পেয়েছেন তিনি।

২৮ ফেব্রুয়ারী থেকে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিন আফ্রিকার টেস্ট সিরিজ। সেই সিরিজকে সামনে রেখেই প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিলো ওয়েস্ট ইন্ডিজ। সেখানেই সাবেক দক্ষিণ আফ্রিকার গ্রেট মাখায়া এন্টিনির ছেলে থান্ডো এন্টিনির বলে আউট হন শিবনারায়ণ চন্দরপলের ছেলে তেজনারায়ণ চন্দরপল।

দুই সাবেক ক্রিকেটার ছেলেদের এমন মুখোমুখি হবার ভিডিও খুব দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেট প্রেমিরাও নস্টালজিক হচ্ছেন সাবকে দুই কিংবদন্তির ছেলেদের এমন মুখোমুখি হতে দেখে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...