এক মাশরাফি বিন মর্তুজার উপর ভরসা করেছিল গোটা দেশ। তাঁর উপরই ন্যস্ত ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ভার। কোটি বাংলাদেশীর আস্থা যার ওপর, সেই মাশরাফির আস্থার জায়গাটা তাঁর বাল্যবন্ধু সুমন। নির্বাচনী প্রচারণার এই ব্যস্ত সময়টাতেই তাই সুমনকে নিয়েই কাটাচ্ছেন তিনি।
সাধারণ মানুষের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে নড়াইলের মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন ম্যাশ আর সঙ্গী তাঁর মোটরবাইক। সেই মোটরবাইক আবার চালান বন্ধু সুমন। তার উপর আস্থা করেন বলেই মাশরাফি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। গাড়ি বহরে ছোট-খাটো দুর্ঘটনা নিয়মিত ঘটনা। সেসবের মাঝেই ছোটবেলার বন্ধুর উপর মাশরাফির রয়েছে পূর্ণ ভরসা। সেই সুমনের সাথেই কথা বলেছে খেলা-৭১; শোনা হয়েছে মাশরফির সাথে তাঁর ঘনিষ্ঠতার কথা।
তিনি বলেন, ‘ওর কাছে শিখছি মোটর সাইকেল চালানো। আমাদের মধ্যে ও সবচেয়ে ভাল চালাতে পারে। আগে ও চালাতো, আমি পিছনে বসে থাকতাম। আমরা একসাথে বড় হইসি, একসাথে অনেক মোটর সাইকেল চালিয়েছি।’
নির্বাচনী প্রচারণায় মাশরাফি ঘুরছেন তাঁকে নিয়ে, এই ব্যাপারে তিনি বলেন, ‘বেশিরভাগই আমার মোটর সাইকেলে উঠে, মানে বিশ্বাস করে আরকি। অনেক এক্সিডেন্ট ঘটে তো – এমনিতে কিন্তু সবাই চালাতে পারে।’
সাবেক অধিনায়কের উদারতার প্রসঙ্গে সুমন বলেন, ‘অনেক উদার। বাইরের জেলা থেকে কোন মানুষ আসলেও উপকার করে, যতটুকু ওর ক্ষমতা অতটুকুর মধ্যেই যা সম্ভব হয় করে।’
বন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করতেও ভোলেননি তিনি, বলেন, ‘ছোটবেলায় তো কত দুষ্টামি করেছিলাম। এখন তো আস্তে আস্তে কমে গেছে। আগে ও ক্রিকেট দলের ক্যাপ্টেন ছিল, ১৮ বছর খেলেছে, নিজের হাতে দল গুছিয়েছিল সে। এখন প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়েছে, তাই উন্নয়নের কাজ নিয়ে এগিয়ে যাওয়ার সময় এখন।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে মাশরাফি মর্তুজাকে দেখতে চায় প্রায় সব ক্রিকেট ভক্ত। তাঁর বন্ধুও ব্যতিক্রমী নন, খেলা-৭১কে সে কথাই জানান। তিনি বলেন, ‘ও যদি বিসিবি সভাপতি হয় তাহলে ক্রিকেটের কোন জায়গায় দুর্বল, কোন জায়গায় স্ট্রং করলে ভাল হবে, কারে নিলে ভাল করবে এসব ভাল বুঝবে। মাশরাফি যেহেতু ১৮ বছর খেলছে ওর উপর তো কেউ জানতে পারবে না এসব।’
বোর্ডপ্রধান হওয়া তো দূরের কথা, এবারের নির্বাচনে ম্যাশ জিতবেন কি না সেটাই আপাতত ভাবনার বিষয়। তবে সুমন আত্মবিশ্বাসী, সরাসরি বলে দিলেন বড় ব্যবধানে জিততে যাচ্ছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তাঁর মতে, ৯০ শতাংশ ভোট হলে ৮৫ থেকে ৮৭ ভাগ আসবে নৌকাতেই।
সুমনদের উপর ভরসা করেই এগিয়ে যাচ্ছেন মাশরাফি। সাংসদ হওয়ার দৌড়ে এগিয়েই রয়েছেন ম্যাশ, তেমন মত তারই ছোট বেলার বন্ধু সুমনের। ঠিক কোথায় গিয়ে থামবেন মাশরাফি সেটা তো সুমনদের জানা।