আইপিএলের মাঝেই এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ

এশিয়া কাপের বাকি আর মাস তিনেক। কিন্তু এখনো এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর নিয়ে ধোঁয়াশা কাটার কোনো লক্ষণ নেই। ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব ক্রিকেট মাঠ কিংবা আলোচনার টেবিল ছাপিয়ে পৌঁছেছে রাজনৈতিক মাঠ পর্যন্তও।

এশিয়া কাপের বাকি আর মাস তিনেক। কিন্তু এখনো এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর নিয়ে ধোঁয়াশা কাটার কোনো লক্ষণ নেই। ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব ক্রিকেট মাঠ কিংবা আলোচনার টেবিল ছাপিয়ে পৌঁছেছে রাজনৈতিক মাঠ পর্যন্তও।

তবে খুব দ্রুতই হয়তো জানা যাবে এশিয়া কাপের ভবিষ্যত। আইপিএলের প্লে অফ দেখতে শ্রীলঙ্কা ক্রিকেটের পুনঃনির্বাচিত সভাপতি শাম্মি সিলভাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানেই এশিয়া কাপের ভবিষ্যত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেও আশা করছেন সিলভা।

নিজেদের মাঠ ব্যতীত অন্য কোথাও এশিয়া কাপ আয়োজনে রাজি নয় পাকিস্তান। অন্যদিকে ভারত পাকিস্তানের মাঠে তো খেলতে যাবেই না, তার ওপর পাকিস্তানের প্রস্তাবিত হাইব্রিড মডেলেও রাজি নয় তারা। এশিয়ার বাকি দুই দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কাও এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পক্ষে।

দীর্ঘ একটা সময় পর পাকিস্তানের মাটিতে বহুজাতিক কোনো টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা তাই এখন অনেকটাই নিভে যাবার পথে। তবে পাকিস্তানে এশিয়া কাপ না হলে সেটা কোথায় অনুষ্ঠিত হবে, পাকিস্তান তাতে রাজি হবে কিনা এসবই এখনাও অনিশ্চিত।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকেও এখনো কিছুই নিশ্চিত করে জানানো হয়নি। তবে খুব দ্রুতই সিদ্ধান্ত আসতে যাচ্ছে এশিয়া কাপ নিয়ে। শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) পূন:নির্বাচিত সভাপতি শাম্মি সিলভা ভারতীয় ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে যাচ্ছেন আইপিএলের প্লে অফ দেখতে। সেখানেই এ বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

সিলভা বলেন, ‘আমাদেরকে আইপিএলের প্লে অফ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেই সফরে এশিয়া কাপ নিয়ে আলোচনা হবে। এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু আমার মনে হয় এশিয়া কাপের ভাগ্য নির্ধারিত হবে আগামী সাপ্তাহের মধ্যেই।’

এশিয়া কাপ পাকিস্তানে শেষ পর্যন্ত আয়োজিত না হলে এই বছরের শেষে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহারের হুমকি দিয়ে রেখেছে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষ দল পাকিস্তান। তাই এশিয়া কাপ নিয়ে এসিসি এবং বিসিসিআই কি সিদ্ধান্ত নেয় সেই দিকেই নজর পুরো ক্রিকেট বিশ্বের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...