জয়যাত্রা অব্যাহত তামিমদের

আগের দুই রাউন্ডে ব্যাটসম্যানরা রান উৎসব করলেও নবম রাউন্ডের প্রথম তিন ম্যাচে দাপট দেখিয়েছে বোলাররা। আজ বল হাতে ভালো করেছেন মোহাম্মদ শহীদ, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম ও খালেদ আহমেদরা।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম রাউন্ডের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করেছে প্রাইম ব্যাংক।

আগের দুই রাউন্ডে ব্যাটসম্যানরা রান উৎসব করলেও নবম রাউন্ডের প্রথম তিন ম্যাচে দাপট দেখিয়েছে বোলাররা।  আজ বল হাতে ভালো করেছেন মোহাম্মদ শহীদ, কামরুল ইসলাম রাব্বি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম ও খালেদ আহমেদরা।

বোলারদের দাপটের দিনে হাফ সেঞ্চুরি করতে পেরেছেন শুধু মাত্র রনি তালুকদার। এছাড়া রান পেয়েছেন সাজ্জাদুল ইসলাম ও তৌহিদ হৃদয়। আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন ও এনামুল হক বিজয়।

এবারের আসরের ৫০তম ম্যাচে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ২২ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের দেওয়া ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মনির হোসেনের জোড়া আঘাতে দলীয় ২২ রানেই দুই ওপেনার আনিসুল হক ইমন (১২) ও রাকিন আহমেদকে (৯) হারায় ডিওএইচএস।

এরপর দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় ও রায়ান রহমানের ব্যাটে ডিওএইচএস ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করলেও অলক কাপালী বেশি দূর যেতে দেননি এই জুটিকে। কাপালীর জোড়া আঘাতে ফিরে যান জয়। জয়ের ব্যাট থেকে আসে ২৬ রান ও রায়ান করেন ২১ রান।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ডিওএইচএস। ২০ ওভারে সব গুলো উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে তারা। প্রাইম ব্যাংকের পক্ষে শরিফুল ইসলাম তিনটি, অলক কাপালী, নাহিদুল ইসলাম ও মনির হোসেন দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন রনি তালুকদার। এছাড়া তামিম ইকবাল ২৫ রান ও এনামুল হক বিজয় ১৫ রান করেন। ওল্ড ডিওএইচএসের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন আসাদুজ্জামান পায়েল ও রাকিবুল হাসান।

বিকেএসপিতে দিনের আরেক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে মাত্র ১১৯ রানের লক্ষ্য দিয়েও ১৪ রানের জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কামরুল ইসলাম রাব্বি ও শফিকুল ইসলামের বোলিং তোপে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করতে পারে প্রাইম দোলেশ্বর।

দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আল আমিন হোসেন ও ২৩ রান করেন আজমির আহমেদ। কামরুল ইসলাম রাব্বি তিনটি ও শফিকুল ইসলাম দুটি উইকেট শিকার করেন।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে সব গুলো উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। এছাড়া ১৭ রান করেন শামীম পাটওয়ারী। রূপগঞ্জের পক্ষে তিনটি মোহাম্মদ শহীদ তিনটি ও নাবিল সাদাম দুটি উইকেট শিকার করেন।

মিরপুরে নবম রাউন্ডের অপর ম্যাচে খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে ১৬ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শাইনপুকুরের দেওয়া ১৫৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামার পর বৃষ্টিতে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলে খেলাঘরকে ১৬ ওভারে ১২৬ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়।

১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে খেলাঘর সংগ্রহ করতে পারে মাত্র ১১০ রান। দলের পক্ষে ২৩ বলে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিকুর রহমান এছাড়া ২৭ রান করেন জহুরুল ইসলাম। শাইনপুকুরের পক্ষে দুটি উইকেট শিকার করেন তানভির ইসলাম।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে শাইনপুকুর। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন সাজ্জাদুল ইসলাম ও তৌহিদ হৃদয় করেন ৪৬ রান। খেলাঘরের পক্ষে তিনটি উইকেট শিকার করেন খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর

  • প্রাইম দোলেশ্বর-রূপগঞ্জ

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১১৮/১০ (ওভার: ১৯.৫; রাব্বি- ২৯, আইয়ুব- ১৩, শামীম- ১৭) (শহীদ- ৩.৫-০-২৮-৩, নাবিল- ৪-০-১৭-২)

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১০৪/৮ (ওভার: ২০; আল আমিন- ৩০, আজমির- ২৩) (রাব্বি- ৪-০-১৫-৩, শফিকুল- ৩-০-৬-২)

ফলাফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ১৪ রানে জয়ী।

  • প্রাইম ব্যাংক-ওল্ড ডিওএইচএস

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ১৪৭/৭ (ওভার: ২০; তামিম- ২৫, রনি- ৫৪, বিজয়- ১৫, মিঠুন- ১৬) (রাকিবুল- ৪-০-১৪-২)

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: ১২৫/১০ (ওভার: ২০; মাহমুদুল- ২৬, রায়ান- ২১, প্রীতম- ১৯) (শরিফুল- ৪-০-২৩-৩, কাপালী- ৪-০-১৯-৩)

ফলাফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ২২ রানে জয়ী।

  • শাইনপুকুর-খেলাঘর

শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১৫৪/৬ (ওভার: ২০, সাজ্জাদুল- ৪৮, তৌহিদ- ৪৬, মাহিদুল- ১৯) (খালেদ- ৪-০-২০-৩)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ১১০/৭ (ওভার: ১৬; সাদিকুর- ৩০, জহুরুল- ২৭) (রাকিবুল- ৪-০-৩১-২)

ফলাফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১৬ রানে জয়ী।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...