বিশ্বকাপে তারুণ্যের জয়গান

ক্রিকেটপ্রেমীদের বোধহয় সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন রাচিন রবীন্দ্র।

বিশ্বকাপ মানেই নিজেকে প্রমাণের মঞ্চ। তরুণ ক্রিকেটাররা তাই নিজেদের সামর্থ্য বিশ্ববাসীকে দেখানোর জন্য বেছে নেন বৈশ্বিক আসরগুলোকে। ব্যতিক্রম হয়নি এবারও, ভারতের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের সেরাটা দিয়েছেন বেশ কয়েকজন উদীয়মান তারকা। এদের মধ্যে যারা সবচেয়ে বেশি লাইমলাইটে উঠে এসেছেন তাঁদের নিয়েই আজকের আয়োজন।

শ্রেয়াস আইয়ার চলতি টুর্নামেন্টে অসম্ভব ধারাবাহিকতা দেখাচ্ছেন। ভারতের চার নম্বরে পজিশনে ব্যাট করার সুযোগ পেয়ে তিনি ভরসার সর্বোচ্চ প্রতিদান দিয়েছেন। সবশেষে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন এই ব্যাটার। এর আগের ম্যাচেও তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন তিনি, এমনকি শেষ চার ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছে পঞ্চাশোর্ধ ইনিংস। সবমিলিয়ে তাঁর মোট রান এখন ৫২৬; গড় ৭৫.১৪।

তবে ক্রিকেটপ্রেমীদের বোধহয় সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন রাচিন রবীন্দ্র। হুট করে টপ অর্ডারে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন তিনি, এই আসরের বড় একটা অংশে কেন উইলিয়ামসন খেলতে না পারলেও তাঁর অভাব বোধ করতে হয়নি এই তরুণের কারণেই।

১০ ম্যাচ খেলে ৫৭৮ রান করেছেন তিনি, তিনবার হাঁকিয়েছেন শতক। ক্রিকেট ইতিহাসে এমন তরুণ বয়সে আর কেউই এক বিশ্বকাপে এত রান কিংবা এতগুলো সেঞ্চুরি করতে পারেনি।

অন্যদিকে পেসার দিলশান মাধুশাঙ্কা প্রশংসা কুড়িয়েছেন প্রায় সবার। দল হিসেবে শ্রীলঙ্কা ভাল করতে না পারলেও নিজের কৃতিত্বে আলো কেড়েছেন তিনি। অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামিদের সাথে পাল্লা দিয়ে উইকেট তুলেছেন এই বাঁ-হাতি, যদিও লঙ্কানরা গ্রুপ পর্বে বাদ পড়ায় ২১ উইকেট নিয়েই থামতে হয়েছে তাঁকে; অবশ্য এখন পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি।

এছাড়া ভারত বিশ্বকাপে আফগানিস্তানের স্মরণীয় পারফরম্যান্সের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের। ৭০.৬০ গড়ে পুরো আসরে ৩৫৩ রান করেছেন তিনি, একই সাথে ৭.১০ ইকোনমিতে নিয়েছেন সাত উইকেট।

 

আজমতউল্লাহর মতই ব্যাটিং আর বোলিংয়ে সমানতালে পারফর্ম করেছেন মার্কো ইয়ানসেন। লোয়ার মিডল অর্ডারে ১৫৭ রান করার পাশাপাশি ১৭টি উইকেটও শিকার করেছেন তিনি। আর এজন্য ওভারপ্রতি মাত্র ৬.৪ রান খরচ করতে হয়েছে তাঁকে।

দক্ষিণ আফ্রিকার ঈর্ষণীয় টিম কম্বিনেশনেও অনস্বীকার্য গুরুত্ব রয়েছে তাঁর। এছাড়া শুভমান গিল, জেরাল্ড কোয়েটজিও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...