দূর থেকে আরও দূরে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের স্বপ্ন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই দিনে পিছিয়ে ছিল ভারত৷ তৃতীয় দিনের শুরুতেই ভরতকে হারিয়ে সেই চাপ হয়েছিল এভারেস্ট সমান৷ তৃতীয় দিনটাও অস্ট্রেলিয়া শেষ করেছে সুবিধাজনক অবস্থানে থেকে৷

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই দিনে পিছিয়ে ছিল ভারত৷ তৃতীয় দিনের শুরুতেই ভরতকে হারিয়ে সেই চাপ হয়েছিল এভারেস্ট সমান৷

লোকেশ রাহুলের বদলি হিসেবে দলে আসা আজিঙ্কা রাহানে রাখলেন আস্থা৷ আউট ফেরার আগে রাঙ্গিয়েছেন নিজের ইনিংস৷

ভারতের স্কোরবোর্ডে তখন ১৫২ রানে ৬ উইকেট৷ ওভালে ভারতীয় পতাকা নিয়ে বসে থাকা মানুষের চোখে-মুখে হতাশা স্পষ্ট৷ ফলো-অনের শঙ্কায় কোচ-অধিনায়ক৷ এমন সময়ে শার্দুল ঠাকুরকে নিয়ে ১০৯ রানে জুটি গড়লেন রাহানে৷ স্কোর গিয়ে দাঁড়ালো ২৬১৷

ভারতীয়দের মনে প্রশান্তি এনেছেন রাহানে৷ মিশেল স্টার্ক, প্যাট কামিন্সদের গতি সামলিয়ে তিনি যাচ্ছিলেন শতকের দিকেই৷ রাহানে ধ্বনিতে উত্তাল হচ্ছিল ওভালের গ্যালারি৷

এমন সময়ে কামিন্সের বলে ক্যাচ আউট হয়েছেন এই ব্যাটার৷ রাহানের ক্যাচ যেভাবে তালুবন্দি করেছেন ক্যামেরুন গ্রিন, তাতে শুধু রাহানে আউট হয়নি৷ বেড়েছে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য৷ এমন দৃশ্যপটে রাহানের লড়াকু ইনিংস থামে ৮৯ রানে ৷

শার্দুল ঠাকুরের প্রাণ ভোমরা যেন ছিলেন রাহানে৷ অজি পেসারদের বাউন্স বলে বারবার আঘাত পেয়েও টিকে ছিলেন পিচে৷ রাহানের বিদায়ের পর ভারতকে এগিয়ে নেওয়ার কাজটি করে যাচ্ছিলেন তিনি৷

ব্যক্তিগত ৫ ও দলীয় ২৭১ রানে আউট হয় উমেশ যাদব৷ এরপর মোহাম্মদ শামির সাথে ঠাকুরের সংসার ২৩ রানের৷ ব্যক্তিগত ৫১ রানে যখন ঠাকুর আউট হলেন তখন ভারতের বোর্ডে ২৯৪ রান৷

ঠাকুরের উইকেট ভারতের নবম৷ তখন অন্যপ্রান্তে ছিলেন মোহাম্মদ শামি৷ দলীয় ২৯৬ রানে শামি ১৩ রানে আউট হলে ভারতের ইনিংস শেষ হয় সেখানেই

ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে স্টার্ক, বোলান্ড, গ্রিন নিয়েছেন দুইটি করে উইকেট৷ অধিনায়ক প্যাট কামিন্স ৩টি ও লায়ন পেয়েছেন ১টি উইকেট৷

ভারতের চেয়ে ১৭৩ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া৷ দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ওসমান খাজা এদিনও দলকে নিয়ে যেতে পারেননি সুবিধাজনক অবস্থানে৷

প্রথম উইকেটে ৪ উইকেট শিকার করা মোহাম্মদ সিরাজ এদিনও দুর্বার৷ ব্যক্তিগত ১ রানেই ফিরিয়েছেন ওয়ার্নারকে৷

মার্নাস লাবুশেন যেন নিশ্চিন্ত ছিলেন এবার ব্যাটিংয়ে আসতে হবে না দ্রুত৷ তাই হয়ত ঘুমিয়ে পড়েছিলেন ব্যাট-প্যাট নিয়ে৷ তবে স্থায়ী হয়নি ঘুম৷ দলীয় চতুর্থ ওভারেই আসতে হয়েছে পিচে৷

ভালো শুরুর আভাস দিয়ে আউট হয়েছেন খাজা৷ ব্যক্তিগত ১৩ রানে কাটা পড়েন উমেশ যাদবের বলে৷

দলীয় ২ রানে ওয়ার্নার আর ২৪ রানে খাজাকে হারিয়ে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া৷ ধাক্কা সামাল দিতে যথারীতি আসেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ৷

লাবুশেনকে নিয়ে দলের পুঁজি নিয়েছেন ৮৬ রানে৷ জাদেজার বলে ব্যক্তিগত ৩৪ রানে আউট হয়েছেন এই ব্যাটার৷

স্মিথের বিদায়ের পর আগের ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড আসেন ব্যাটংয়ে৷ লাবুশনের সঙ্গে জুটি বেঁধে বড় করার চেষ্টা করেন দলের সংগ্রহ৷

ব্যক্তিগত ১২ রানে বাউন্ডারি লাইনে ক্যাচ মিস করেন যাদব৷ ওভারের তৃতীয় বলেই ব্যক্তিগত ১৮ ও দলীয় ১১১ রানে আউট হয়েছেন তিনি৷

৪ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১২৩ রান৷ লাবুশনে ৪১ ও গ্রিন অপরাজিত রয়েছে ৭ রানে৷ সবমিলিয়ে এখন পর্যন্ত দলটি এগিয়ে ২৯৬ রানে৷

প্রথম ইনিংসে বড় ব্যবধানে এগিয়ে থাকায় স্বস্তিতে রয়েছে অস্ট্রেলিয়া৷ প্রায় ৯০ শতাংশ জয়ের সম্ভাবনা নিয়ে চতুর্থ দিন শুরু করবে অজিরা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...