প্রায় দুই দশক ধরে ভারতের মাটিতে সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। কিন্তু প্রতিবারই বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে। কিন্তু এবার সেই লড়াইও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথম টেস্টে একেবারে নাস্তানাবুদ হয়েছে অজিরা।
দ্বিতীয় টেস্টে কিছুটা প্রতিরোধ গড়ে তুললে সেটি কখনোই ম্যাচ জেতার মত ছিল না। সিরিজের পরের দুই টেস্টেও ভারতের আধিপত্যই দেখতে পাচ্ছেন সকলে। এমন পরিস্থিতিতে উপমহাদেশের মাটিতে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স নিয়েও উঠেছে প্রশ্ন। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং মনে করেন, মানসিক শক্তির দিক থেকে এটাই অস্ট্রেলিয়ার সবচেয়ে দুর্বলতম দল।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে হরভজন বলেন, ‘এর আগে ভারতে সফর করা অস্ট্রেলিয়া দল গুলোর সাথে যদি তুলনা করা হয়, গত ৩০-৪০ বছরের মধ্যে এটাই সবচেয়ে দুর্বল অস্ট্রেলিয়া দল। স্কিলের দিক থেকে নয়, এই দলটি মানসিকভাবে অনেক ভঙ্গুর। অস্ট্রেলিয়া যেভাবে সব সময় চাপ নিতে অভ্যস্ত, এই দলটি সেটা করতে পারছে না। আমরা যেই অস্ট্রেলিয়াকে দেখে কিংবা তাদের বিরুদ্ধে খেলে অভ্যস্ত এটি সেই অস্ট্রেলিয়া দল নয়।’
ভারতের মাটিতে খেলার জন্য অস্ট্রেলিয়া এবার যথাযথ পরিকল্পনা করে আসেনি বলেও মনে করেন হরভজন, ‘অস্ট্রেলিয়া সাধারণত কোনো দেশে সফর করার আগে অনেক ধরণের পরিকল্পনা করে থাকে। যার কারণে ভারত সহ অন্যান্য দেশের মাটিতে তারা তুলনামূলক সফল অন্যান্য দলের চেয়ে। কিন্তু এই দলটির নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। প্রথম ম্যাচে তারা পুরোপুরি পরিকল্পনাহীন ছিল। তারা জানতো এই কন্ডিশনে ব্যাটিং করা অনেক কঠিন হবে কারণ প্রথম বল থেকেই বল ঘুরছিল। এমন নয় যে, এটি এবারই প্রথম ঘটছে। গত ৮-১০ বছর ধরে এমনটাই হয়ে আসছে।’
১০ বছর আগে সফর করা দলগুলো পরিকল্পনা এবং লড়াই করার মানসিকতার দিক থেকে এখনকার দলের চেয়ে এগিয়ে ছিল বলেও মনে করেন এই সাবেক কিংবদন্তি অফস্পিনার, ‘২০১২-১৩ মৌসুমে তারা এই ধরণের উইকেটে খেলেই হেরেছিল। কিন্তু তারা এখনকার চেয়ে বেশি লড়াই করেছিল। কিন্তু এই দলটায় আমি কাউকে দেখি না যে এই চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করবে এবং অন্য সবার চেয়ে আলাদা কিছু করবে।’
সিরিজ শুরু হবার আগে থেকেই অস্ট্রেলিয়া দলের মূল চিন্তা ছিলো ভারতের উইকেট। পিচ নিয়ে অস্ট্রেলিয়ার অতিভয়কেও কাঠগড়ায় দাঁড় করাতে চান হরভজন, ‘প্রথম টেস্ট শুরু আগে থেকেই পিচ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল। পিচ কি রকম আচরণ করবে, স্পিন করবে কি না এসব নিয়ে তারা অনেক চিন্তা করছিল। এমন কি তারা অশ্বিনের মত একজনকে এনে নেটে অনুশীলনও করেছে। কিন্তু নেটে ব্যাটিং করা আর ক্রিজে ব্যাটিং করা এক নয়। জাদেজা আর অশ্বিনকে কিভাবে মোকাবেলা করবে এ নিয়ে তারা নিজেদের মধ্যেই ভয় ঢুকিয়ে দিয়েছে। পিচ যেমনই হোক, তাদের জানা উচিত কিভাবে ম্যাচে সব কিছু ম্যানেজ করতে হবে।’
প্রথম টেস্টে নাস্তানাবুদ হবার পর দ্বিতীয় টেস্টে ভারতের বোলারদের ওপর চড়াও হবার পরিকল্পনা করে অস্ট্রেলিয়া। কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে যায়। হরভজন সমালোচনা করলেন অজিদের সেই পরিকল্পনা নিয়েও।
তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে তারা প্রচুর সুইপ শট খেলার চেষ্টা করছিল যেটা কোনো সঠিক পরিকল্পনা নয়। বল অনেক নিচু হয়ে আসছিল। এমন পরিস্থিতিতে সুইপ শট সবচেয়ে বাজে অপশন। তাদের ১০ উইকেটের মাঝে সাত উইকেটই পড়েছে সুইপ শট খেলতে গিয়ে। আরো একজন ব্যাটসম্যান রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন। এটিই প্রমাণ করে তাদের কোনো পরিকল্পনা ছিল না, যে একটিও বা ছিল সেটিও ভুল পরিকল্পনা। সুতরাং, অস্ট্রেলিয়া দল যদি এভাবেই ভেবে থাকে তাহলে আমার দেখা এটিই সবচেয়ে বাজে দল অস্ট্রেলিয়ার।’