নিজেকে নতুন ভাবে খুঁজে পেয়েছিলেন জাদেজা

গত কয়েক বছর ভারত দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন জাদেজা। আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকা জাদেজা দেশ কিংবা বিদেশে পারফর্ম করে যাচ্ছেন সমানতালে। কিন্তু খুব বেশিদিন আগের কথা নয় যে এই জাদেজাকেও একসময় ভারতীয় দলে নিজের জায়গা নিয়ে লড়াই করতে হয়েছে।

ছয় মাসের বেশি সময় মাঠের বাইরে ছিলেন। কিন্তু রবীন্দ্র জাদেজাকে দেখে সেটা বোঝার উপায় কই? অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে ফিরেই দুর্দান্ত ফর্মে জাদেজা। ব্যাট-বল হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের প্রতাপের অন্যতম নায়ক এই অলরাউন্ডার। নাগপুরে প্রথম টেস্টে ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে পেয়েছিলেন হাফ সেঞ্চুরি। আর দ্বিতীয় টেস্টে তো নিলেন ১০ উইকেট।

গত কয়েক বছর ভারত দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন জাদেজা। আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে থাকা জাদেজা দেশ কিংবা বিদেশে পারফর্ম করে যাচ্ছেন সমানতালে। কিন্তু খুব বেশিদিন আগের কথা নয় যে এই জাদেজাকেও একসময় ভারতীয় দলে নিজের জায়গা নিয়ে লড়াই করতে হয়েছে।

২০১৯ বিশ্বকাপ দলেও নিশ্চিত ছিল না জাদেজার জায়গা। গত দুই বছরে যেন নিজেকে নতুন ভাবে আবিষ্কার করেছেন এই অলরাউন্ডার। আইসিসির একটি অনুষ্ঠানে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী জানালেন রবীন্দ্র জাদেজার সেই নতুন ভাবে নিজেকে খুঁজে পাবার গল্প।

শাস্ত্রি বলেন, ‘আমার মনে হয় দে এখন অনেক ক্ষুধার্ত। সে এখন দারুণ ফিট। খেলার ব্যাপারেও সে অনেক বেশি মনযোগী সে। ২০১৯ সালের ইংল্যান্ড সফরের লর্ডস টেস্টে দলে ছিল না জাদেজা। জাদেজার সাথে তখন আমার এবং বোলিং কোচ ভারত অরুণের কথা হয়। আমরা তাকে বললাম, তোমার ভেতরে সব কিছুই আছে। শুধু তুমি ব্যাটিংয়ে ফোকাস কর। নেটে এই বিষয়টি নিয়ে আরেকটু পরিশ্রম কর। তোমার সেই প্রতিভা আছে। এটা খুবই বিব্রতকর তোমাকে বলা যে তোমার প্রতিভা আছে। এটা তোমাকেই বুঝতে হবে এবং বিশ্বাস করতে হবে যে তোমার প্রতিভা আছে।’

এরপর থেকেই যেন নিজেকে নতুন ভাবে খুঁজে পেলেন জাদেজা। শাস্ত্রি বলেন, ‘এরপর যখনই সে সুযোগ পেলো তাকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি। ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে কঠিন কন্ডিশনেও সে রান পাচ্ছিল। আর বল হাতেও সে তাঁর কাজ করছিল। বিদেশের মাটিতে তখন দলের জন্য একজন স্পিনার বেছে নেয়াটা ছিল দুঃস্বপ্নের মত। দলে অশ্বিনের মত একজন স্পিনার আছে, পাশাপাশি যখন আপনার হাতে জাদেজা থাকবে তখন কোচ হিসেবে কাজটা অনেক কঠিন হয়ে যায়।’

ক্যারিয়ারের শুরুতে পরিসংখ্যানের দিক থেকে অনেকটা পিছিয়ে থাকলেও গত কয়েক বছর ধরে নিজের পরিসংখ্যান সমৃদ্ধ করে চলেছেন জাদেজা। এখন পর্যন্ত ৬২ টেস্টে ২৫৯ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে করেছেন ২৬১৯ রানও। ইনজুরি থেকে ফিরেই বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আছে দুর্দান্ত ফর্মে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য মহাগুরুত্বপূর্ণ এই সিরিজের বাকি দুই ম্যাচেও ভারত খুব করে তাকিয়ে থাকবে জাদেজার পারফরম্যান্সের দিকে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...