টটেনহ্যামের ডাগআউটে আসছেন কে!

টটেনহ্যামকে ‘না’ বলে দেওয়া কোচের তালিকা এখন আট। তাঁদের ‘রিজেক্ট’ করা কোচের তালিকা দিনকে দিন দীর্ঘায়িত হচ্ছে। কোন কোচ মতৈক্যে পৌছাতে পারেননি সভাপতি ড্যানিয়েল লেভির সাথে। যে কারণে কোচেরা আসছেন, কথা বলছেন, এরপর চলেও যাচ্ছেন। তাতে করেও লেভি আশা ছাড়ছেন না। লেভি এখনও খুঁজে যাচ্ছেন টটেনহ্যামের জন্য যোগ্য কোচ। সে তালিকায় এখনও থাকা কোচদের তালিকায় আছেন কারা?

টটেনহ্যামকে ‘না’ বলে দেওয়া কোচের তালিকা এখন আট। তাঁদের ‘রিজেক্ট’ করা কোচের তালিকা দিনকে দিন দীর্ঘায়িত হচ্ছে। কোন কোচ মতৈক্যে পৌছাতে পারেননি সভাপতি ড্যানিয়েল লেভির সাথে। যে কারণে কোচেরা আসছেন, কথা বলছেন, এরপর চলেও যাচ্ছেন। তাতে করেও লেভি আশা ছাড়ছেন না। লেভি এখনও খুঁজে যাচ্ছেন টটেনহ্যামের জন্য যোগ্য কোচ। সে তালিকায় এখনও থাকা কোচদের তালিকায় আছেন কারা?

  • এরিক ট্যান হাগ

এই ডাচম্যান বেশ আগে থেকেই টটেনহ্যামের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। কিন্তু কখনই তাতে সায় দেওয়া হয়নি তার। মাঝে যদিও তার কথা উঠেছিল আয়াক্সে থেকে যাওয়ার। যে কারণে তাদের সাথে এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনও করেছেন। তবুও তাকে আনার জন্য বেশ চেষ্টা করছেন লেভি।

নতুন ট্যালেন্ট খুঁজে আনার ক্ষেত্রে তিনি বেশ পটু। আয়াক্সকে নিজেদের সেরা মৌসুমের স্বাদও দিয়েছেন তিনি চ্যাম্পিয়নস লিগ সেমি-ফাইনাল খেলে। যদিও সকলেই দল ছেড়ে চলে গিয়েছেন, শূন্য থেকে নতুন করে তাই দল গড়তে ব্যস্ত হাগ। তাকে যদি ঠিকঠাক পয়সা দেওয়া হয়, তবে এখনও তার টটেনহ্যামে আসা সম্ভব। যদিও তাকে আনতে হলে আয়াক্সকে ভালো পরিমাণ অর্থ দিতে হবে, সেদিন দিয়ে পিছিয়ে আছেন অন্য সকলের থেকে।

  • নুনো ইস্পারিতো সান্তোস

গত কয়েক বছরে উলভসের উত্তজামের পেছনে সবচেয়ে বড় যে নামটা বারবার উঠে আসে তা হচ্ছে নুনো। পর্তুগিজ এই কোচ উলভসে ছিলেন ৪ মৌসুম। সেকেন্ড ডিভিশনে হাবুডুবু খাওয়া দলকে নিয়ে এসেছেন প্রিমিয়ার লিগে। সেখানেই সন্তুষ্ট থাকেননি তিনি। দলকে একটা প্রসেসের মধ্যে নিয়ে এসেছেন তিনি। তার হাত ধরেই ইংলিশ লিগের অন্যতম বড় থ্রেট উলভস। বড় বড় দল তাদের বিপক্ষে নামার আগে নতুন করে দুইবার ভাবে। প্রিমিয়ার লিগের টপ সিক্সের পরপরই নাম নেওয়া হয় তাদের।

কিন্তু এই মৌসুমে সে দায়িত্ব ছেড়ে দিয়েছেন নুনো। উলভস আর তিনি, দুজনেই নতুন চ্যালেঞ্জ খুঁজছেন। যে কারণে স্পার্সের নতুন কোচের হিসাবে নাম চলে আসছে তার। ইংলিশ লিগে প্রুভেন কোচ, নতুনদের নিয়ে কাজও করতে পারেন। সেই হিসেবে টটেনহ্যামের চয়েজ হিসেবে বেশ এগিয়েই আছেন নুনো।

যদিও তার খেলার স্টাইলের সাথে কতটা যাবে স্পার্স, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। খেলার স্টাইলে পরিবর্তন আনতে পারলে টটেনহ্যামের জন্য কম রিস্কে, ভালো কোচ নুনো ইস্পারিতো সান্তোস।

  • রবার্তো মার্তিনেজ

তালিকার এই নামটা একটু আশ্চর্যজনক, বেলজিয়ামের বর্তমান কোচ রবার্তো মার্তিনেজ। বেলজিয়ামের স্বর্ণযযুগকে সামনে থেকে নেতৃত্ব নেওয়া কোচ হঠাৎই দল ছাড়বেন কেন?

উত্তরটা হচ্ছে ছাড়তেও পারেন। ২০২২ সাল পর্যন্ত বেলজিয়ামের সাথে চুক্তি তার। অর্থাৎ ইউরোর পরেই চুক্তি অনুযায়ী দল ছাড়তে হবে তাকে। যদি না ইউরোতে ভালো কোনো ফল না আনতে পারেন তবে এখানেই দুজনের পথ দুদিকে বেঁকে যাবে। স্পত্যি বলতে বেলজিয়ামের স্বর্ণযুগ নিয়েও কোনো শিরোপা এনে দিতে না পারলে এই স্প্যানিশ কোচকে বিদায়ও বলে দিতে পারে বেলজিয়াম বোর্ড। যে কারণে টটেনহ্যামের তালিকায় উপরের দিকেই আছেন তিনি।

৫ বছর আগে এভারটনের দায়িত্ব ছেড়ে বেলজিয়ামের দায়িত্ব নিয়েছিলেন মার্তিনেজ। বেলজিয়ামের পর ক্লাবে ফিরতে চান এমনটাও বলেছিলেন তিনি। সব দিক দিয়ে সোনায় সোহাগা টটেনহ্যাম। ইউরোর পর তাকে নিয়ে আসলে কোনো বাড়তি পয়সাও দিতে হবে না বেলজিয়ামকে।

  • স্কট পার্কার

নামটা ইংলিশ ফুটবল ফল ওনা করা লোকেদের কাছে একটু অজানাই ঠেকতে পারে। স্কট পার্কারের কোচ হিসেবে এটা দ্বিতীয় মৌসুম। প্যান্ডেমিক শুরু হওয়ার আগে আগে দায়িত্ব নিয়েছিলেন নিজের ক্লাব ফুলহ্যামের। ক্লদিও রানেইরির বাজে পারফরম্যান্সের দরুণ কোচের দায়ত্ব পান নবিশ স্কট পার্কার। তার উপর বিশ্বাসও রেখেছিল বোর্ড। যার প্রতিদান দিয়েছেন সে মৌসুমে। রানেইরির রেখে যাওয়া ভঙ্গুর দলকে নিয়ে ঠিকই প্রমোশন পেয়ে যান তিনি। প্লে-অফ খেলে কার্ডিফ আর ব্রেন্টফোর্ডকে হারিয়ে সুযোগ পান প্রিমিয়ার লিগে।

যদিও প্রিমিয়ার লিগে আসতে না আওস্তেই নিজের সেরা খেলোয়াড়দের হারাতে শুরু করেন। তবুও নিজের ইয়ুথকে প্রমোট করে নিজেকে প্রমাণ করার সুযোগ খুঁজতে থাকেন তিনি। যদিও তা সম্ভব হয়নি। মৌসুম শেষে আবারও আবনমিত হয়ে গিয়েছে তারা। তবুও তার কোচিং স্টাইল চোখে লেগেছে অনেকের। খেলোয়াড়ি জীবনে টটেনহ্যামে দুই বছর কাটানো স্কট হতে পারেন টটেনহ্যামের ইমার্জেন্সি সমাধান।

ফলকে সামনে থেকে চেনা, চেনা পরিবেশ, তরুণ খেলোয়াড়দেরও প্রমোট করতে পারেন, সব মিলিয়ে টটেনহ্যামের জন্য সারপ্রাইজ প্যাকেজ হলেও ভালো করতে পারেন স্কট পার্কার। যদিও ইউরোপে অনভিজ্ঞতা প্রভাব ফেলতে পারে তার উপর।

যেই কোচ হয়ে আসুক না কেন, তাকে দায়িত্ব নিতে হবে অনেক এক্সপেকটেশন মাথায় নিয়ে হ্যারি কেইনবিহীন এক টটেনহ্যামের। সে দায়িত্ব সামাল দিতে পাবেন তো তারা?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...