সৌরভের সাথে সম্পর্কের শীতলতার স্বীকৃতি দিলেন বিরাট

অনেকদিন ধরেই একজন আরেকজনের সাথে কথা বলেন না তারা। এড়িয়ে যান দেখা করার বিষয়টিও। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভ গাঙ্গুলিকে আনফলো করে দুজনের সম্পর্কের শীতলতার আনুষ্ঠানিক এক রূপই যেন প্রকাশ করলেন বিরাট কোহলি।

বিরাট কোহলি আর সৌরভ গাঙ্গুলির সম্পর্কের শীতলতার খবর নতুন কিছু নয়। তবে পুরোনো সেই শীতলতা নতুন করে সামনে এসেছে এবারের আইপিএলে। অনেকদিন ধরেই একজন আরেকজনের সাথে কথা বলেন না তারা। এড়িয়ে যান দেখা করার বিষয়টিও। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভ গাঙ্গুলিকে আনফলো করে দুজনের সম্পর্কের শীতলতার আনুষ্ঠানিক এক রূপই যেন প্রকাশ করলেন বিরাট কোহলি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও দিল্লী ক্যাপিটালসের মধ্যকার ম্যাচের পর বিরাট আর সৌরভের সম্পর্কের যে ব্যাপক অবনতি হয়েছে তা আর বোঝা বাকি নেই কারো। ম্যাচ চলাকালীন এবং ম্যাচের শেষে দুইজনের আচরণ বেশ আলোচনার খোড়াক জুগিয়েছে।

ম্যাচ চলাকালীন বিরাট একটা সময় ফিল্ডিং করছিলন বাউন্ডারি লাইনে, সেখানে আবার ছিলো দিল্লীর ডাগআউট। একটি ক্যাচ নেবার পর হঠাত দিল্লীর ডাগআউটে বসে থাকা সৌরভ গাঙ্গুলির দিকে তাকিয়ে মনে মনে কিছু একটা বলছিলেন বিরাট।

সেটি যে খুব ভালো কিছু বলেননি তা সহজেই অনুমেয় বিরাটের মুখভঙ্গিতেই। তখন কোনো প্রতিক্রিয়া না দেখালে ম্যাচ শেষে এর জবাব দেন সৌরভ। ম্যাচ শেষে দিল্লীর খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যদের সাথে হাত মেলাচ্ছিলেন কোহলি। হাত মেলানোর সময় দিল্লীর হেড কোচ রিকি পন্টিংয়ের সাথে খানিকটা কথা বলছিলেন বিরাট। তখন পন্টিংয়ের পেছনে থাকা সৌরভ পন্টিংকে টপকে সামনে এগিয়ে যান। স্পষ্ট ভাবেই তিনি এড়িয়ে গেলেন বিরাটের সাথে হাত মেলানোটা।

ম্যাচ শেষের এই ভিডিও দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভারতের সংবাদমাধ্যম গুলো জানাচ্ছে, এই ম্যাচের আগ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বিরাট কোহলির ‘ফলো’ তালিকায় ছিলেন সৌরভ। তবে ম্যাচের পর দেখা গেছে বিরাটের এই তালিকায় নেই ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভের নাম। যদিও সৌরভের ফলো তালিকায় এখনো আছেন বিরাট।

বিরাট কোহলি আর সৌরভ গাঙ্গুলির সম্পর্কের শীতলতার শুরুটা অবশ্য বছর দুয়েক আগে থেকে। বিরাট যখন ভারতের তিন ফরমেটেরই অধিনায়ক তখনই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে আসেন ভারতের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

তখন বিরাটের অধিনায়ক থাকা না থাকা নিয়ে দ্বন্দ্বের শুরুটা। টি-টোয়েন্টি অধিনায়কত্ব নিজে থেকেই ছেড়ে দেবার পর বিরাটকে সরিয়ে দেয়া হয় ওয়ানডে অধিনায়কের পদ থেকেও। তখন সৌরভ বলেছিলেন, কোহলিকে অধিনায়কত্বে থেকে যাবার অনুরোধ করেছিলেন তিনি।

তবে পরে আবার বিরাট জানান, তাঁর সাথে কোনো প্রকার আলোচনা না করেই তাকে সরিয়ে দেয়া হয়েছে। কদিন আগে স্টিং অপারেশন কান্ডে ফেসে যাওয়া ভারতের সাবেক প্রধান নির্বাচক চেতন শর্মাও জানিয়েছিলেন যে, বিরাটকে কখনোই পছন্দ করতেন না সৌরভ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...