সাফল্যের ক্ষুধা বেঁচে থাকুক

বিশ্বকাপে ভরাডুবির পর নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়ের অধীনে ঘুরে দাঁড়িয়েছে ভারত। এবারের আসরের রানার আপ নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ৩-০ তে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন বিহীন ব্ল্যাকক্যাপ বাহিনীকে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার দল।

সিরিজ জয়ের পর রাহুল দ্রাবিড় বলেন, ‘আমাদেরকে অবশ্যই পা মাটিতে রাখতে হবে এবং বাস্তববাদী হতে হবে। বিশেষকরে আগামি ১২ মাস খুব ব্যস্ত সময় কাটবে। নিউজিল্যান্ডের জন্য এটা অবশ্যই সহজ ছিলো না বিশ্বকাপের ফাইনালের মাত্র তিন দিন পর সিরিজ খেলা, ছয় দিনের ব্যবধানে তিন ম্যাচ খেলাটা মোটেও সহজ ছিলো না তাদের জন্য।’

পুরো সিরিজেই বিশ্রামে ছিলেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। এই সিরিজের জন্য টিম সাউদি দায়িত্ব পেলেও শেষ টি-টোয়েন্টিতে তিনিও ছিলেন বিশ্রামে। ভারতেরও বিশ্রামে ছিলেন বেশ কিছু নিয়মিত মুখ। বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজারা ছিলেন বিশ্রামে। দ্রাবিড়ের মতে এই সিরিজের প্রাপ্তি হলো সিনিয়র কিছু ক্রিকেটারের অনুপস্থিতিতে যারা সুযোগ পেয়ে পারফরম করেছে।

এই সিরিজে অভিষেক হওয়া হার্শাল প্যাটেল ২ ম্যাচে ৭.২৮ ইকোনমিতে পেয়েছেন ৪ উইকেট। কলকাতা শেষ টি-টোয়েন্টিতে লোয়ার অর্ডারে খেলেছেন ক্যামিও। জাদেজার বদলি সুযোগ পাওয়া অক্ষর প্যাটেলও দেখিয়েছেন নজরকাঁড়া পারফরম্যান্স। শেষ টি-টোয়েন্টিতে ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। ব্যাকআপ উইকেটরক্ষক ইশান কিষাণ ও অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন।

দ্রাবিড় জানান, ‘তরুনরা উঠে আসছে এটা দেখতে বেশ ভালো লাগছে। সিনিয়রদের বিশ্রাম দেওয়ার মাধ্যমে আমরা বেশ কিছু তরুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি যারা কয়েক মাস ধরে খুব বেশি ক্রিকেট খেলার সু্যোগ পায়নি। আমাদেরকে কাছে কতটুক স্কিল অ্যাভেইলেবল আছে সেটাই দেখছি। আমাদেরকে এই স্কিলের দিকে আরো উন্নতি করতে হবে।’

আগামি ১ বছরে বেশ কিছু সিরিজ সহ টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় ক্রিকেটারদের উপর চাপ কমাতে সেরা ক্রিকেটারদের পর্যায়ক্রমে বিরতি দিয়ে খেলানোর কথাও বলেন ভারতের বর্তমান হেড কোচ। নিউজিল্যান্ডের বিপক্ষে কলকাতায় শেষ টি-টোয়েন্টিতে লোকেশ রাহুল ও রবিচন্দ্রন অশ্বিনকে যেভাবে বিশ্রামে রাখা হয়েছে সেভাবেই সামনের সিরিজ গুলোতে পরিকল্পনা করা হবে বলে জানান দ্রাবিড়। টেস্টের আগে চাপ কমাতেই মূলত অশ্বিন, রাহুলদের বিশ্রামে রেখে তরুনদের সুযোগ দেওয়া হয়।

দ্রাবিড় জানান, ‘এটা দারুন যে আমাদের সেই অপশন আছে। আমরা চাইলেই পরিবর্তন করতে পারছি। সামনে একটা লম্বা সেশন আছে, অনেক ম্যাচ আছে আগামি বিশ্বকাপ পর্যন্ত। আমাদের দলে খেলোয়াড়দেরকে বিশ্রাম দিয়ে রোটেশনের মাধ্যমে খেলাতে হবে। একজনকে কতটুক ক্রিকেট খেলতে হবে সেটার জন্য বাস্তবতাটা দেখতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link