Social Media

Light
Dark

যেখানে সবার ওপরে বিরাট কোহলি

টি-টোয়েন্টি ক্রিকেট উদ্ভাবনের  পর ধীরে ধীরে বদল ঘটেছে ওয়ানডে ফরম্যাটেরও । ব্যাটাররা হয়েছেন আগের থেকে আরও আগ্রাসী। ফলে মাঠে রানের বন্যা হচ্ছে প্রতি ম্যাচেই। এক সময় ওয়ানডে ফরম্যাটে ২৫০ রান ধরা হতো উইনিং স্কোর। তবে বর্তমানে ৩০০+ রানের লক্ষ্যও খুব সহজেই তাড়া করছে দলগুলো। তাই ব্যাটারদের কাছে শুধু শতক নয় স্ট্রাইক রেটটাও ১০০ এর উপরে চায় দলগুলি।

ads

ওয়ানডে ক্রিকেটে ১০০-এর ওপর স্ট্রাইক রেটে করা সব থেকে বেশি শতকের মালিক ভারতের বিরাট কোহলি। মর্ডান ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার তিনি। এক যুগেরও বেশি সময় ধরে ভারতের জার্সি গায়ে অনবদ্য পারফর্ম করে যাচ্ছেন তিনি। সাদা বলের ক্রিকেটে এই ম্যাচ উইনার প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে করেছেন শতকের অর্ধশতক। যার মধ্যে ৩৪টি শতকে তাঁর স্ট্রাইক রেট ছিল ১০০ এরও বেশি।

এই তালিকায় কোহলির পরেই রয়েছেন মিস্টার ৩৬০° খ্যাত এবি ডি ভিলিয়ার্স। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে তাঁর করা ২৫টি সেঞ্চুরিই এসেছে ১০০+ স্ট্রাইক রেটের সাহায্যে। প্রাক্তন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার ছিলেন বোলারদের জন্য ত্রাস। ওয়ানডে ক্রিকেটের দ্রুততম শতকের মালিক এবি ডি ভিলিয়ার্স, এই তালিকায় একমাত্র ব্যাটার যিনি তাঁর সকল শতক ১০০-এর উপর স্ট্রাইক রেটের সাথে করেছেন।

ads

তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন, তাঁর ওয়ানডে ক্যারিয়ারে হাকিয়েছেন ৪৯টি শতক। যার মধ্যে ২৪ টি শতক তিনি করেছিলেন ১০০ এর উপর স্ট্রাইক রেটে। তাঁর দিনে বোলারদের রীতিমতো মতো তুলোধুনো করে ছাড়তেন তিনি। ওয়াসিম, ওয়াকার কিংবা লী, ম্যাকগ্রার মতো বোলারদেরও ছাড় দিয়ে কথা বলতেন না তিনি।

ভারতের বর্তমান ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মাও রয়েছেন এই লিস্টে। হিটম্যান খ্যাত রোহিত তাঁর বড় শট খেলার জন্য বেশ পরিচিত ক্রিকেট জগতে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে একমাত্র ব্যাটার তিনি, যার দখলে রয়েছে তিনটি দ্বি-শতক। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটিও তাঁরই দখলে। রোহিতের করা ৩১টি শতকের ২১টিই এসেছে ১০০+ স্ট্রাইক রেটের সাহায্যে।

তালিকায় পাঁচ নম্বরে যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার এবং শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়াসুরিয়া। ওয়ার্নার তাঁর ২২ টি শতকের ১৮টিই করেছেন ১০০+ স্ট্রাইক রেটে। অপরদিকে শ্রীলঙ্কার হয়ে জয়াসুরিয়ার করা ২৮ টি শতকের ১৮ টিতে স্ট্রাইক রেট ছিল ১০০ এর ঊর্ধ্বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link