একালের শোয়েব আখতারের সন্ধানে

দ্রুতগতির পেসাররা বরাবরই ক্রিকেটে আলাদা গুরুত্ব পেয়ে এসেছেন। তবে সর্বোচ্চ গতির বলের রেকর্ডটা পাকিস্তানি পেসার শোয়েব আখতারের দখলে, ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১৬১.৩ কিমি গতিতে বল করেন এই তারকা।

তাঁর রেকর্ড এখনো ভাঙতে পারেননি কোনো বোলার। আসুন দেখে নেয়া যাক, বর্তমান সময়ের কোন পেসারের সম্ভাবনা রয়েছে তাঁর রেকর্ড ভেঙে দেয়ার? কে হতে পারেন সেই গতিদানব।

  • এনরিচ নর্কে

এই তালিকার উপরের দিকেই থাকবে দক্ষিণ আফ্রিকান পেসার এনরিচ নর্কের নাম। খানিকটা দেরিতে অভিষেক হলেও ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত ১৫০ কিমির বেশি গতিতে বল করেন এই তারকা। ২০২২ আইপিএলে দিল্লী ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার এক ম্যাচে জশ বাটলারকে বোল্ড করা ডেলিভারির গতি ছিল ঘন্টায় ১৫৬.২২ কিমি। নর্কে যদি তাঁর গতিটা ধরে রাখতে পারেন, তাহলে অদূর ভবিষ্যতে শোয়েব আখতারের সর্বোচ্চ গতির বলের রেকর্ড ভেঙে দিলেও অবাহ হওয়ার কিছু থাকবে না। 

  • উমরান মালিক

ক্যারিয়ারের শুরু থেকেই গতি তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন ভারতীয় তরুণ পেসার উমরান মালিক। জম্মু কাশ্মীর থেকে উঠে আসা এই পেসার টানা ১৫০ কিমির  চাইতে বেশি গতিতে বল করতে জানেন। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে গতির ঝড় তুলে সবার নজরে আসেন উমরান। এরপর দ্রুতই জাতীয় দলে অভিষেক হয়ে যায় এই তারকার।এখনো পর্যন্ত ক্যারিয়ারে সর্বোচ্চ ১৫৭ কিমি গতিতে বল করেছেন উমরান। তাঁর ক্যারিয়ারের মাত্র শুরু, যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে শোয়েব আকতারের রেকর্ড ভেঙে দেয়ার সম্ভাবনা রয়েছে উমরানের। 

  • লকি ফার্গুসন

২০২২ আইপিএলের পুরোটা জুড়ে টুর্নামেন্টের সবচেয়ে দ্রুতগতির বোলার ছিলেন নিউজিল্যান্ড এবং গুজরাট টাইটান্সের পেসার লকি ফার্গুসন। টুর্নামেন্টের সর্বোচ্চ গতির ডেলিভারিও এসেছিল তাঁর কাছ থেকেই। রাজস্থানের বিপক্ষে ম্যাচে বল করেন ১৫৭.৩ কিমি গতিতে! টুর্নামেন্টজুড়ে তাঁর দুর্দান্ত গতির বোলিং প্রশংসিত হয়েছে সবার কাছে। আধুনিক যুগের ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির পেসারদের একজন লকি ফার্গুসন। শোয়েব আকতারের সর্বোচ্চ গতির বলের রেকর্ড ভেঙে দেয়ার সম্ভাবনা আছে কিউই এই পেসারের। 

  • কাগিসো রাবাদা

আধুনিক যুগের ক্রিকেটের অন্যতম সেরা পেসার ভাবা হয় দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে। ক্যারিয়ারের শুরু থেকেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই প্রোটিয়া পেসার।কেবল আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলেও নিয়মিত পারফর্ম করেছেন এই তারকা। ২০১৯ মৌসুমে ১২ ম্যাচে তুলে নেন ২৫ উইকেট। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখেন পরের মৌসুমেও, ৩০ উইকেট নিয়ে জিতে নেন সর্বোচ্চ উইকেটশিকারির খেতাব। সেই মৌসুমেই ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৪.২৩ গতির ডেলিভারি করেন এই প্রোটিয়া পেসার। আইপিএল কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, ক্যারিয়ারের পুরোটা সময় ১৫০ কিমির বেশি গতিতে বল করে গেছেন রাবাদা। তাঁর অবিশ্বাস্য প্রতিভা এবং রেকর্ড বিবেচনায় বলা যায়, শোয়েবের রেকর্ড ভেঙে দেয়ার সম্ভাবনা আছে তাঁর। 

  • মিশেল স্টার্ক

সাদা বলের ক্রিকেটে বর্তমানে বিশ্বের সেরা পেসার হিসেবে বিবেচনা করা হয় অস্ট্রেলিয়ান পেসার মিশেল স্টার্ককে। দুরন্ত গতির পাশাপাশি দুর্ধর্ষ সব ইয়র্কার ডেলিভারি দিতে সিদ্ধহস্ত এই অজি পেসার। এমনকি টেস্টে সর্বোচ্চ গতির বলের রেকর্ডটাও তাঁর দখলে। ২০১৫ সালে পার্থের ওয়াকায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে রস টেলরের বিপক্ষে ১৬০ কিমি গতিতে বল করেন এই তারকা। স্টার্ক সাধারণত ১৪৫-১৫২ কিমি গতিতে বল করে থাকেন। ক্যারিয়ারের শেষ দিকে চলে আসলেও এখনো শোয়েব আকতারের রেকর্ড ভেঙে দেয়ার সামর্থ্য রাখেন এই তারকা।   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link