আইপিএল নয়, জাতীয় দল

এতসব ঘটনার মধ্যে আবার এমন কিছু খেলোয়াড় আছেন যারা কিনা আইপিএলে এবারের আসরে ডাক পেয়েও হয়তো খেলতে পারবেন না। তবে সেটা ব্যাক্তিগত কোন কারণে নয়। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে নিজ দলকে সার্ভিস দেওয়ার জন্যেই হয়তো এদের এবার আর ডমেস্টিক ক্রিকেটের সেরা এই আসরে নাও দেখা যেতে পারে!

দুয়ারে কড়া নাড়ছে আইপিএল। নিলাম শেষে সব কয়টা দলই এখন নিজেদের ঘর গোছাতে ব্যাস্ত। এমনিতে কোভিডকালীন সময়ের জন্যে এবারের আইপিএল নিলাম ছিল খুবই ছোট পরিসরে করা। খুব প্রয়োজন ছাড়া বেশিরভাগ দলই নিজেদের ডেরায় নতুন কোন খেলোয়াড় নেয়নি। আবার কেউ কেউ যোগ্য হওয়া সত্ত্বেও আইপিএলের কোন দলে ডাক পায়নি।

এতসব ঘটনার মধ্যে আবার এমন কিছু খেলোয়াড় আছেন যারা কিনা আইপিএলে এবারের আসরে ডাক পেয়েও হয়তো খেলতে পারবেন না। তবে সেটা ব্যাক্তিগত কোন কারণে নয়। মূলত আন্তর্জাতিক ক্রিকেটে নিজ দলকে সার্ভিস দেওয়ার জন্যেই হয়তো এদের এবার আর ডমেস্টিক ক্রিকেটের সেরা এই আসরে নাও দেখা যেতে পারে!

  • কুইন্টন ডি কক

কুইন্টন ডি কক মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে ডি ককের এই গুরুত্ব মনে হয় এবার একটু বেশি করেই বুঝতে পারবে। আইপিএল চলাকালীন এবার দক্ষিণ আফ্রিকা সফরে যাবার কথা রয়েছে পাকিস্তান দলের। ২রা এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত চলা সেই সিরিজে আবার দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব করবেন কুইন্টন ডি কক। এতে করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দুই সপ্তাহ হয়তো মিস করতে পারেন তিনি।

  • কাগিসো রাবাদা

দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত দুটি মৌসুম কাটিয়েছেন কাগিসো রাবাদা। দুই আসরে ২৯ ম্যাচ খেলে ৫৫ উইকেট নিয়ে দিল্লিকে নক আউটে তুলতেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে দিল্লি দলের গুরুত্বপূর্ণ বোলার দক্ষিণ আফ্রিকা দলেরও ফ্রন্ট লাইন সিমারদের একজন। দুইয়ের মধ্যে খুব সম্ভবত রাবাদা বেছে নেবেন দক্ষিণ আফ্রিকাকেই। আর একটু আগেই তো বলা হয়েছে, আইপিএল চলাকালীন দক্ষিণ আফ্রিকার হোম সিরিজ রয়েছে। এতে করে তিনি আর তাঁর দলের আরেক পেসার এনরিখ নর্টজে হয়তো দিল্লির হয়ে আইপিএলের প্রথম কয়েক সপ্তাহ মিস করতে পারেন।

  • ফাফ ডু প্লেসিস

৩৬ বছর বয়সী ফাফ ডু প্লেসিস ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। তবে সাদা পোশাকে নেই হয়ে গেলেও সীমিত ওভারের ক্রিকেটে থামাথামির কোন লক্ষণ দেখাচ্ছেন না ফাফ। চেন্নাই দলের এই মহারথী চেন্নাইয়ের হয়ে রানও করেছেন ৪০ গড়ে। তবে দুর্দান্ত এই খেলোয়াড়ের পারফরম্যান্স থেকে এবার বঞ্চিত হতে হবে চেন্নাইকে। হোম সিরিজের জন্যে চেন্নাইয়ে নিজেকে আনএভেইলেবল ঘোষণা করেছেন তিনি। তবে তাতে অবশ্য চেন্নাইয়ে ব্যাকআপ খেলোয়াড়ও তৈরিই আছে। তবে চেন্নাই ফাফ ডু প্লেসিস ছাড়াও একই কারণে দলে পাবেনা পেসার লুঙ্গি এনগিডিকে। এতে অবশ্য চেন্নাইকে স্লগ ওভার সামলাতে বেশ বিপাকে পড়তে হবে।

  • মুস্তাফিজুর রহমান

নিজের খেলা শুরুর আসরেই পেয়েছিলেন উদীয়মান খেলোয়াড়ের তকমা। মুস্তাফিজকে আইপিএল এত সহজে ভুলে যাবে তা কি করে হয়। সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে মুস্তাফিজের এবারের ঠিকানা রাজস্থান রয়্যালস। তবে রয়্যালস পরিবারে অন্তর্ভুক্তি হলেও অন্তর্ধানও খুব সম্ভবত দ্রুতই হয়ে যাবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন মুস্তাফিজের দেশ বাংলাদেশের কথা রয়েছে শ্রীলঙ্কা সফর করার। সেই সফরে মুস্তাফিজ যদি থাকেন তাহলে আইপিএলের এবারের আসরের পুরোটাই মিস করতে পারেন তিনি!

ন্যাশনাল ডিউটির কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করা নতুন কিছু নয়। তবে এবার অবশ্য বেশ কিছুটা বিপরীত দৃশ্যও দেখা যাচ্ছে। অবশ্য তার কারণও আছে- সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটা কিনা আবার হবে ভারতেই। বিশ্বকাপ প্রস্তুতিতে আইপিএলের চেয়ে ভাল আর কিই বা থাকতে পারে কারো?

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...